বৃহস্পতিবার দিনটি ভগবান বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতিকে সমর্পিত হয় ।এই কারণেই এদিন বিধি মেনে বৃহস্পতি ও বিষ্ণুর পূজা করা হয়।
বিশ্বাস করা হয় যে, এদিন বিষ্ণু পুজো করলে যেমন তিনি প্রসন্ন হন এবং তেমনই আশীর্বাদ লাভ করা যায়। এছাড়াও বৃহস্পতির পুজো করার ফলে বিবাহ সম্পর্কিত সমস্ত বাধা দূর হয়। তবে এটা আমাদের জানা বিষয় বৃহস্পতিবারকে আবার লক্ষ্মীবারও বলা হয়। যারা দেবী লক্ষ্মীর পুজো করে তাঁদের ধন-সম্পদের অভাব হয় না।
জেনে নিন, বৃহস্পতিবার কী কী করবেন –
1.লক্ষ্মী-নারায়ণের পূজাঃ
বৃহস্পতিবার লক্ষ্মী-নারায়ণের পূজা করা উচিত। এতে বাড়িতে শুভ শক্তি বিরাজ করে এবং বিবাহিত জীবন সুখের হয় এবং ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।
2.হলুদ রঙের জিনিসঃ
এই দিনে যতটা সম্ভব হবে আপনি হলুদ রঙের জিনিস ব্যবহার করা করুন। সকালে স্নানের পর হলুদ রঙের পোশাক পরুন। যদি আপনি ব্রত পালন করেন, তাহলে হলুদ ফল খাবেন ।
আরও পড়ুন > এই ৫ টি কথা স্ত্রী-রা কখনও জানতে দেন না ! লুকিয়ে রাখেন স্বামীর কাছে
3.ব্রহ্ম মুহুর্তেঃ
বৃহস্পতিবার ব্রহ্ম মুহুর্তে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ বিশ্বাস করা হয় যে, এই দিনে স্নানের পরে ‘ওঁ বৃ বৃহস্পতে নমঃ’ মন্ত্রটি জপ করলে ধন-সম্পদের উন্নতি হবে ।
আরও পড়ুন > চাকরি মিলছে না? ৩ সহজ উপায়ে মিলবে চাকরি
4.দান করুনঃ
বৃহস্পতিবার আটা মাখার মধ্যে ছোলার ডাল, গুড় ও হলুদ দিয়ে গরুকে খাওয়ান। এছাড়াও স্নানের সময় জলে এক চিমটি হলুদ মেশান। এই দিনে আপনার সামর্থ্য অনুযায়ী গরিবদের ছোলার ডাল, কলা, হলুদ কাপড় ইত্যাদি দান করুন। এতে করে আপনার কঠিন পরিস্থিতি সহজেই পার হবে ।
5.টাকা ধারঃ
বৃহস্পতিবার টাকা ধার দেওয়া বা নেওয়া মোটেই উচিত নয়। এটি করলে জাতকের কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান খারাপ হতে পারে, এর কারণে আপনি আর্থিক সমস্যায় পড়তে হতে পারেন ।
6.নিরামিষ আহারঃ
বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। এতে করে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা বিরাজ করবে এবং বাড়ির প্রতিটি সদস্যকেই এই দিন নিরামিষ খাবার খেতে হবে। এর ফলে বাড়িতে অর্থ, সুখ-সমৃদ্ধি ভরে উঠবে।
7.পাঁচালি পড়ুনঃ
এই দিন সন্ধ্যায় বাড়ির মহিলারা মা লক্ষ্মীর পুজো করার পর অবশ্যই পাঁচালি পড়ুন। এতে করে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হবেন এবং বাড়িতে যা কিছু আশুভ শক্তি রয়েছে তা দূর হতে বিরাজ হবে শুভ শক্তির । এবং সুখ-সমৃদ্ধি ও আয় বৃদ্ধি পাবে।