বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির শুভ বা ইতিবাচক শক্তির মুখ্য প্রবেশদ্বারের মাধ্যমেই বাড়িতে ঢোকে । ভিতরের ও বাইরের জগতের মধ্যে সংযোগ স্থাপন করে এই প্রবেশদ্বার । তাই বাস্তু অনুযায়ী বাড়ির প্রবেশদ্বারের অবস্থান, গঠন, প্রকৃতি সঠিক হওয়া উচিত ৷
আসুন আজ জেনে নিব বাড়ির প্রবেশদ্বারের দ্বারা মা লক্ষ্মীকে বিরাজ করে কি ভাবে বাড়ির আর্থিক সমস্যা মেটানো সম্ভব ।
1.ঘরের মেইন গেটের সামনে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত ৷ কারণ, জ্যোতিষীর শাস্ত্র মতে বাড়ির প্রবেশদ্বার দিয়েই মা লক্ষীর প্রবেশ করেন ৷
2.বাড়ির প্রবেশদ্বার বা মেইন গেটের সামনে জুতো, চপ্পল রাখা উচিত নয় ৷ কারণ, এর ফলে ইনকামের থেকে খরচ বেশি হয় ৷ বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রবেশদ্বার থেকেই লক্ষ্মী প্রবেশ করে । সেখানে চটি-জুতো রাখলে মা লক্ষ্মী রুষ্ট হন , এবং পরিবারের অর্থকষ্টের অভাব দেখা দেয় ।
আরও পড়ুন > এবার ভাগ্য ফেরাতে এক গ্লাস দুধই যথেষ্ট! কীভাবে? জানুন …
3.বাড়ির খারাপ বা কোনও ভাঙা জিনিস মেইন গেটের সামনে রাখবেন না ৷ এতে করে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করে ৷
4.ঝাঁটাকে মা লক্ষীর রূপ বলা হয় ৷ তাই বাড়ির মেইন গেটের সামনে কোনও ঝাড়ু রাখা উচিত নয় ৷ এই ঝাড়ু এমন কোনও জায়গায় রাখবেন যেখানে বাইরের কোনও মানুষ দেখতে না পায় ৷ মেইন গেটের সামনে ঝাড়ু রাখলে মা লক্ষী রেগে যান ৷
5.আপনি চাইলে মেইন গেটের সামনে মা লক্ষীর পদচরণ আলপনা লাগাতে পারেন ৷ এর কারণে বাড়ির পজেটিভ এনার্জি বজায় থাকে ৷