7.শাঁখের আওয়াজ
যদি সকালে ঘুম থেকে উঠে শাঁখের আওয়াজ শুনতে পান, তাহলে বুঝবেন লক্ষ্মী দেবীর আশীর্বাদ রয়েছে আপনার উপরে। এটি সংসারে মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দিয়ে থাকে ।
8.আখ
যদি বাড়ি থেকে বাইরে বেরিয়ে আখ দেখতে পান, তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি অর্থাগমের ইঙ্গিত দিয়ে থাকে ।
9.ঝাঁট দিতে দেখা
ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যদি পরপর কয়েকদিন কাউকে ঝাঁট দিতে দেখেন, তাহলে এটি শুভ ইঙ্গিতবাহী বলে প্রচলিতচ বিশ্বাস। এছাড়াও লক্ষ্মীর দয়ায় বড় কোনও সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন আপনি।
10.কুকুরকে মুখে রুটি
যদি বাড়ি থেকে বেরিয়ে কোনও কুকুরকে রুটি মুখে নিয়ে আসতে দেখেন, সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। খুভ তারাতারি আপনার অর্থলাভ হবে, এই দৃশ্য তারই ইঙ্গিত দেয়।