প্রচলিত ধারণা অনুযায়ী, রুদ্রাক্ষ ধারণ করলে শিবের আশীর্বাদ লাভ করা যায় এবং জাতকের জীবনের নানান সমস্যার সমাধান হয়। শিবের পুজোয় রুদ্রাক্ষকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তাছাড়াও শিবের আশীর্বাদ পাওয়ার উৎকৃষ্ট উপায় হল রুদ্রাক্ষ ধারণ করা।
জেনে নিন আপনার রাশি অনুযায়ী কোন রুদ্রাক্ষ ধারণ করবেন –
1.মেষ রাশিঃ জ্যোতিষ শাস্ত্র মতে মেষ রাশির জাতকদের একমুখী, তিন বা পাঁচ মুখী রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ।
2.বৃষ রাশিঃ বৃষ রাশির জাতকরা জীবনে শুভ ফলাফল লাভ করার জন্য চার, ছয়, চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করুন ।
3.মিথুন রাশিঃ চার, পাঁচ ও তেরোমুখী রুদ্রাক্ষে প্রাণ প্রতিষ্ঠা করে মিথুন রাশির জাতকরা যদি এটি ধারণ করেন তা হলে তাঁদের সৌভাগ্য প্রাপ্তি অবশ্যই ঘটবে।
4.কর্কট রাশিঃ জ্যোতিষ শাস্ত্র মতে, কর্কট রাশির জাতকদের জন্য তিন, পাঁচ অথবা গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ হবে।
5.সিংহ রাশিঃ জ্যোতিষ শাস্ত্র মতে এই রাশির জাতকদের এক, তিন, পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করা আবশ্যক ।
6.কন্যা রাশিঃ জীবনে ইতিবাচক ফলাফল লাভ করতে চাইলে চার, পাঁচ, তেরোমুখী ধারণ করতে পারেন কন্যা রাশির জাতকরা ।
7.তুলা রাশিঃ জ্যোতিষ মতে তুলা রাশির জাতকদের জন্য চার, ছয়, চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করাই শুভ হবে।
আরও পড়ুন > পরের রাশি সম্পর্কে জানতে ক্লিক করুন ( বৃশ্চিক রাশি – মীন রাশি )