আগামিকাল গণেশ চতুর্থী! কি নিয়মে পুজো করবেন ? জানুন

শাস্ত্র অনুসারে ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথিতে সুখ-সমৃদ্ধির দেবতা গণেশের জন্ম হয়। তাই প্রতি বছর এই তিথিতে পালিত হয় গণেশ জয়ন্তী ।

চতুর্থী তিথি থেকে শুরু করে অনন্ত চতুর্দশী পর্যন্ত দশ দিন ধরে গণেশ উৎসব পালিত হয়ে থাকে । গৃহস্থ বাড়ির পাশাপাশি সার্বজনীন ভাবেও গণেশ পুজো করা হয়ে থাকে। আগামিকাল পালিত হবে এই বছরের গণেশ চতুর্থী, বাড়িতে কী ভাবে গণেশ মূর্তি পুজো করবেন, সে সব জেনে নিন এখানে।

জানুন গণেশ চতুর্থীর পুজোর সঠিক নিয়মঃ 

1.গণেশ চতুর্থীর সকালে বাড়ির উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকে গণেশ মূর্তি স্থাপিত করুন।

2.তারপর নবগ্রহ, ষোড়শ মাতৃকা ইত্যাদি তৈরি করুন।

3.চৌকির পূর্ব দিকে ঘট রাখুন ও দক্ষিণ-পূর্ব দিকে প্রদীপ জ্বালান।

4.এরপর নিজের ওপর জল ছিটিয়ে নিন। এটা করা আবশ্যক। 

5.শুধু তাই নয় ‘ওম পুণ্ডরীকাক্ষায় নমঃ মন্ত্র’ জপ করতে করতে গণেশকে প্রণাম করুন ও তিন বার মাথার ওপর জল ছিটিয়ে নিন।

6.এরপর হাতে সুগন্ধী, ফুল ও অক্ষত নিয়ে গণেশের ধ্যান করতে হবে ।

7.‘ওম পুণ্ডরীকাক্ষায় নমঃ মন্ত্র’মন্ত্র জপ করতে করতে গণেশের আবাহন ও আসন প্রদান করুন।

8.পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত ‘ওম শ্রীগণেশায় নমঃ’ কিংবা ‘ওম গং গণপতয়ে নমঃ’ মন্ত্র জপ করে যান।

9.আসন প্রদানের পর গণেশকে স্নান করান। এ ক্ষেত্রে পঞ্চামৃত স্নান করানো ভালো। কিংবা সম্ভব না হলে শুদ্ধ জল দিয়েও স্নান করাতে পারেন।

10.এর পর বস্ত্র, উপবীত, চন্দন, অক্ষত, ধূপ, দীপ, নৈবেদ্য, ফল ইত্যাদি নিবেদন করুন গণেশের সামনে ।

Related Posts

সাবধান ! ভুলেও দান করবেন না এই ১০ জিনিস, বাড়বে অর্থ সংকট !
ঋণের বোঝা বাড়ছে ? এই ৪ টি উপায়ে ঋণ থেকে পাবেন মুক্তি
সুখবর পেতে চলেছেন আপনি ? শুধু তাই নয় ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হবে ! কোন কোন রাশি ? জানুন আজকের রাশিফল…
এবার মা দুর্গার আগমন দোলায় নাকি হাতিতে ? জানুন কী হবে পরিণাম
সাবধান ! এই ৬ কাজ ভুলেও করবেন না সন্ধ্যায় ! ঘর থেকে বিদায় নেবেন মা লক্ষ্মী
৫ সেপ্টেম্বর বৃহস্পতিবারঃ বিষ্ণুর আশীর্বাদে টাকার বৃষ্টিতে ভিজবে এই ৪ রাশি ! জানুন আজকের রাশিফল
২৮ অগাস্ট বুধবারঃ করুন এই কাজ ! আসবে প্রচুর টাকা ! জানুন গ্রহ দোষের প্রতিকার
এই মন্ত্রগুলি জপ করলে দূর হয় সমস্ত বাধা-বিঘ্ন এমনকি মৃত্যু ভয়!
বাধা-বিপত্তি হবে দূর ! এই ধাতু ধারণ করুন একবার
১oটি বাস্তু টিপস ! যা খুলে দেবে ভাগ্যের দরজা