8.বৃশ্চিক রাশিঃ জীবনে সুখ-সমৃদ্ধি লাভের কামনা করে চাইলে বৃশ্চিক রাশির জাতকদের তিন, পাঁচ অথবা গৌরী-শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
9.ধনু রাশিঃ ধনু রাশির ক্ষেত্রে একমুখী, তিনমুখী বা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করা উপযুক্ত। ধনু জাতকরা এই রুদ্রাক্ষ গুলির মধ্যে কোনও একটি ধারণ করলে শুভ ফলাফল লাভ করতে পারেন।
10.মকর রাশিঃ শিবের আশীর্বাদ লাভের কামনা করে থাকলে মকর রাশির জাতকদের চার, ছয় বা চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ ।
11.কুম্ভ রাশিঃ জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কুম্ভ রাশির জাতকদের চার, ছয় বা চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
12.মীন রাশিঃরাশি চক্রের এই মীন রাশির জাতকরা জীবনে সুখ-শান্তি বজায় রাখার জন্য তিনমুখী, পাঁচমুখী বা গৌরী-শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করলে সুফল পাবেন।