পরিষ্কার-পরিচ্ছন্ন এবং নিজেকে সতেজ রাখতে আমরা প্রতিদিন স্নান । জ্যোতিষ শাস্ত্র মতে স্নানের জলে বিশেষ কিছু উপাদান আছে যা মিশিয়ে স্নান করলে যেমন নানান গ্রহ মজবুত করা যায় তেমনই নানান সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।
৬ টি সমস্যা থেকে মুক্তির উপায় জানবো । তবে জেনে নেওয়া যাক স্নানের জলে কী মিশিয়ে স্নান করলে সমস্যার সমাধান সম্ভব –
1.সম্পৃত্তি বৃদ্ধি করতেঃ
যদি আপনি শুক্রবার স্নানের জলে সামান্য গঙ্গাজল, পদ্মফুলের পাপড়ি, বেল পাতা ও সামান্য গোলাপ জল মিশিয়ে স্নান করলে সম্পৃত্তি বৃদ্ধি হয়।
2.বুদ্ধির বিকাশ ও বল বৃদ্ধি করতেঃ
যদি আপনি সোমবার স্নানের জলে সামান্য কাঁচা দুধ মিশিয়ে স্নান করলে বুদ্ধির বিকাশ ও বল বৃদ্ধি পায়।
3.রোগ মুক্তি এবং শুদ্ধ শক্তির সঞ্চার করতেঃ
যদি আপনি স্নানের জলে অতি অল্প পরিমাণে ঘি ও গঙ্গাজল মিশিয়ে স্নান করতে পারেন তাহলে যেমন রোগ মুক্তি সম্ভব তেমনই শরীরের শুদ্ধ শক্তির সঞ্চার হয়।