জ্যোতিষ শাস্ত্রে বলা হয়ে থাকে হিন্দুধর্মে সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ জীবন কী করে কাটানো সম্ভব তার কিছু উপায় উল্লেখ করা রয়েছে । কোন কোন কাজ কখন করতে নেই, সেই সম্পর্কে স্পষ্ট নির্দেশিকা দেওয়া আছে জ্যোতিষ শাস্ত্রে। এর মধ্য সন্ধ্যার কিছু নিয়ম আছে মেনে না চললে আমাদের শরীর, স্বাস্থ্য, মন ও সম্পদের উপর তার প্রভাব পড়ে।
সন্ধেবেলা এই কাজগুলি করলে রুষ্ট হন মা লক্ষ্মী। এবং মা লক্ষ্মী রেগে গেলে জীবনে আর্থিক সংকট দেখা দেয়। তাই জেনে নেওয়া যাক মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে ভুলেও সন্ধেবেলা কোন কোন কাজ করবেন না –
1.মা লক্ষ্মী আগমনের সময়ঃ
সন্ধেবেলা আপনার ঘরের মূল দরজা অবশ্যই খোলা রাখবেন কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে সন্ধেবেলা আমাদের ঘরে আসেন মা লক্ষ্মী। সন্ধেবেলা ঘরের দরজা বন্ধ থাকলে আপনার দরজা থেকেই ফিরে যাবেন লক্ষ্মী। এই কারণেই সন্ধ্যার সময় দরজা খুলে রাখুন ।
আরও পড়ুন > এই ৫ টি কথা স্ত্রী-রা কখনও জানতে দেন না ! লুকিয়ে রাখেন স্বামীর কাছে
2.সন্ধ্যায় এগুলি বাড়ির বাইরে বের করবেন নাঃ
দই, দুধ, হলুদ, রসুন, পেঁয়াজ এবং সূচ ভুলেও সন্ধেবেলা বাড়ির বাইরে বের করতে নেই। এই কেউ যদি এই জিনিস চেয়ে থাকে তাহলে এই জিনিসগুলির দরকার হলে বাজার থেকে কিনে আনতে বলুন, না হলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলুন।
আরও পড়ুন > চাকরি মিলছে না? ৩ সহজ উপায়ে মিলবে চাকরি
3.সন্ধেবেলা ঘুমোবেন নাঃ
সন্ধেবেলা কখনোই ঘুমনো উচিত না বা বিছানায় শুয়ে থাকা উচিত না। মনে করা হয় সূর্যাস্তের সময় মহাসরস্বতী, মা লক্ষ্মী ও মহাকালীর শক্তি বাড়ির মধ্যভাগে প্রবেশ করে , এই কারণেই সন্ধেবেলা পুজো করলে শুভ ফল পাওয়া যায়। জ্যোতিষ শাস্ত্রে বলা হয় এই সময় শুয়ে থাকলে আপনার ভাগ্যও শুয়ে থাকবে। এবং আপনার জীবনে নেমে আসবে উন্নতির বাঁধা ।
4.তুলসী পুজোঃ
হিন্দু বাড়িতে সন্ধেবেলা তুলসীতলায় প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। তবে মনে রাখবেন এই সময় তুলসী গাছে জল দেবেন না। তুলসী গাছকে সন্ধেবলা স্পর্শ করাও উচিত নয়। আপনি এই সময় শুধু প্রদীপ জ্বালিয়ে তুলসী গাছের আরতি করুন। এতে সন্তুষ্ট হবেন মা তুলসী ।
5.টাকার লেনদেনঃ”
সন্ধ্যার সময় কাউকে টাকা দেবেন না বা কারোর থেকে টাকা নেবেন না। সন্ধেবেলা টাকার লেনদেন করা কখনোই উচিত না কারণ সন্ধেবেলা টাকার লেনদেন দুর্ভাগ্য নিয়ে আসে বলে প্রচলিত বিশ্বাস। টাকা সংক্রান্ত যাবতীয় কাজ সকালবেলাই সেরে ফেলা উচিত ।
6.সন্ধ্যায় ঘর পরিষ্কার করবেন নাঃ
যদি আর্থিক সংকটের মুখে পড়তে না চান তাহলে সন্ধেবেলা ভুলেও ঘর ঝাঁট দেবেন না। সূর্যাস্তের পর ঘর ঝাঁট দেওয়া বা ঘর মোছা কখনোই উচিত নয় কারণ এর ফলে মা লক্ষ্মী বিদায় নেন বলে মনে করা হয়। এই কারণেই নেমে আছে আর্থিক সংকট , বাঁধা বিপত্তি ।