সনাতন ধর্মে প্রতিদিন দেবতার আরাধনা করার রীতি প্রচলিত রয়েছে। ঈশ্বরের আরাধনা আমাদের মনে সুখ ও শান্তি প্রদান করে থাকে।
তবে আপনি যে ঠাকুরেরই পুজো করুন না কেন, ফুল নিবেদন করতেই হয়। হিন্দুধর্মে ফুল ছাড়া ঈশ্বরের আরাধনা একদম অসম্পূর্ণ। হিন্দুধর্মে পুজোর কাজে সবথেকে গুরুত্বপূর্ণ হল গাঁদা ফুল।
জেনে নিই গাঁদা ফুলের গুরুত্ব-
পুজোর কাজে গাঁদা ফুল অত্যন্ত জরুরি। কারণ যে কোনও দেবতাকেই গাঁদা ফুল নিবেদন করা যায়। শুধু তাই নয় যে কোনও শুভ কাজেই গাঁদা ফুলের ব্যবহার অপরিহার্য। যে কোনও শুভ কাজের আগে বাড়ির বাইরে হলুদ গাঁদা ফুলের মালা ঝুলিয়ে দেওয়ার রীতি প্রচলিত আছে ভারতীয় সমাজে। যাঁরা ফুল দিয়ে আলপনা, তাঁরাও গাঁদা ফুল ব্যবহার করে থাকেন।
সকলকে জেনে রাখা দরকার গেরুয়া রঙের গাঁদা ফুল ত্যাগ ও ক্ষমার প্রতীক। এছাড়াও গাঁদা ফুলের পাতা পরস্পর সংযুক্ত অবস্থায় থাকে আর এটি সবাই মিলেমিশে থাকার গুরুত্বের কথা বোঝায়। শ্রীবিষ্ণু, মা লক্ষ্মী ও গণেশের পুজোয় বেশিরভাগ ক্ষেত্রে গাঁদা ফুলের ব্যবহার করা হয়।
আরও পড়ুন > এই টোটকা দারুণ কার্যকরী ! রাতারাতি বদলে যাবে আপনার ভাগ্য
জানুন পুজোয় কী ভাবে গাঁদা ফুল ব্যবহার করা উচুত-
1.নারায়ণের কৃপা পেতেঃ
শ্রীহরি হলুদ রং খুবই পছন্দ করেন আর সেই কারণে প্রতি বৃহস্পতিবার নারায়ণ পুজোয় হলুদ গাঁদা ফুল অবশ্যই নিবেদন করবেন। এতে করে নারায়ণের কৃপা আসবে আপনার বাড়িতে ।
2.গণপতিকে তুষ্ট করতেঃ
সিদ্ধিদাতা গণেশেরও হলুদ রং খুবই প্রিয়। তাই গণেশ পুজোয় হলুদ গাঁদা ফুল অবশ্যই নিবেদন করুন । এতে করে খুভ সহজেই তুষ্ট করা সম্ভব । এবং ব্যাবসায়ীরা সুখবর পেতে থাকে ।
3.টাটকা গাঁদা ফুলঃ
এটি জেনে রাখা বিশেষ প্রয়োজন , ভগবানের পুজোয় সব সময় টাটকা গাঁদা ফুল নিবেদন করবেন। বাসি ফুলে ভুলেও ঈশ্বরকে নিবেদন করতে নেই।
4.শুভ শক্তি আনতেঃ
নিজের বাড়িতেও গাঁদা ফুলের গাছ বসাতে পারেন। বাড়িতে গাঁদা ফুলের গাছ থাকলে তা যেমন আপনার বাড়ির শোভা বৃদ্ধি পাবে , তেমনই গাঁদা ফুলের শুভ প্রভাবে অশুভ শক্তি কাটিয়ে আপনার বাড়িতে শুভ শক্তি বিরাজ করবে।