সাবধান ! ভুলেও এই আঙুলে পরবেন না সোনার আংটি

প্রাচীন কাল থেকেই ভারতীয় সমাজের সঙ্গে সোনার গয়না জড়িয়ে রয়েছে । সোনাকে মা লক্ষ্মীর আরেক রূপ বলে মনে করা হয়। 

আমরা অনেকেই আছি আঙুলে একটা দুটো সোনার আংটি পরে থাকি। তবে শুধু তাই নয় বিভিন্ন গ্রহের অশুভ দশা কাটাতেও সোনা দিয়ে বাঁধিয়ে রত্ন ধারণ করে থাকি । তবে জ্যোতিষ শাস্ত্র অনুসারে , হাতের যে কোনও আঙুলে সোনা পরতে নেই । ভুল আঙুলে সোনার আংটি পরলে তা আপনার জীবনে বড় ক্ষতির নিয়ে আসতে পারে। 

জেনে নিন জ্যোতিষ শাস্ত্র অনুসারে হাতে কোন আঙুলে সোনার আংটি পরলে আপনি উপকৃত হবেন – 

1.বুড়ো আঙুলঃ

মনে রাখবেন ভুল করেও কোনও দিন হাতের বুড়ো আঙুলে সোনার আংটি পরবেন না। এমন অনেকেই আছেন যারা আংটি বড় হলে অন্য আঙুলে অর্থাৎ  বুড়ো আঙুলকে বেঁছে নেন । জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই কাজ কখনোই করা উচিত নয় কারণ  আমাদের হাতের বুড়ো আঙুল চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত আর সোনা হল চন্দ্রের বিপরীত ধাতু। তাই এই আঙুলে কখনোই সোনার আংটি পরা কখনই উচিত নয়। 

আরও পড়ুন > ঋণের বোঝা বাড়ছে ? এই ৪ টি উপায়ে ঋণ থেকে পাবেন মুক্তি

2.তর্জনী আঙুলঃ

তর্জনীতে আপনি সোনার আংটি পরতেই পারেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে  তর্জনী হল বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত আর বৃহস্পতির শুভ রং হলুদ। এই কারণেই হলুদ রঙের ধাতু সোনা তর্জনীতে পরলে তা শুভ ফল নিয়ে আসে। তাই লাভবান হতে  তর্জনীতে সোনার আংটি পড়ুন । 

3.মধ্যমা আঙুলঃ

শনির সঙ্গে সম্পর্কযুক্ত মধ্যমা। শনি ঠাকুরের অত্যন্ত অপছন্দ সোনা । তাই সোনা কখনোই মধ্যমায় পরা উচিত নয়। মধ্যমায় সোনার আংটি পরলে শনির কুপ্রভাব আপনার জীবনে পড়বে। তবে এটাও মনে রাখতে হবে মধ্যমাতে সোনার আংটি বাদে আপনি বাকি সব আংটি পরতে পারেন । 

4.অনামিকা আঙুলঃ

সোনার আংটি পড়ার জন্য অনামিকা হল সবচেয়ে উপযুক্ত আঙুল। এই আঙুলের উপর সূর্য ও মঙ্গলের প্রভাব থাকে। অনামিকায় সোনার আংটি পরা অত্যন্ত লাভজনক। অনামিকায় আপনি সোনায় বাঁধানো চুনির আংটি পরলে তা মঙ্গলজনক হবে। এবং স্বাস্থ্য ও মন দুই ভালো থাকবে । 

5.কনিষ্ঠা আঙুলঃ 

হাতের সবচেয়ে ছোট আঙুল হল কনিষ্ঠা আঙুল । এই আঙুলের উপর বুধের প্রভাব থাকে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই আঙুলে সোনার আংটি পরা শুভ বলে জানাচ্ছেন । কনিষ্ঠায় সোনার আংটি পরলে সম্পদ বৃদ্ধি হয় ও মনের জোর দুটোই বৃদ্ধি পায় ।

Related Posts

যেমন ইগো, তেমনই মেজাজ! জেনে নিন এই রাশির অন্ধকার দিক!
এই টোটকা দারুণ কার্যকরী ! রাতারাতি বদলে যাবে আপনার ভাগ্য
৬ সেপ্টেম্বর শুক্রবারঃ দেখুন এক ঝলকে কালকের পঞ্জিকা …
কর্মক্ষেত্রে বিশাল পদোন্নতির সম্ভাবনা ! শুধু তাই নয় বাড়িতে লক্ষ্মীর আগমন ! কোন কোন রাশি ? জানুন আজকের রাশিফল…
৭ সেপ্টেম্বর শনিবারঃ জানলে চমকে উঠবেন আপনিও ? জানুন আজকের রাশিফল
স্নানের জলে মেশান এই জিনিস ! পাবেন সম্পত্তি, বল বৃদ্ধি, এবং রোগ থেকে মুক্তি
২ সেপ্টেম্বর সোমবারঃ কৌশিকী অমাবস্যায় ভাগ্যের চাকা ঘুরবে এই ৪ রাশির! জানুন আজকের রাশিফল
ঋণের বোঝা বাড়ছে ? পাবেন মুক্তি ! ৪টি সমস্যা মেটাবে এই জিনিস
Bishnu Mantra: বৃহস্পতিবার ভোরে বিষ্ণুকে খুশি করুন এই মন্ত্রে, নারায়ণের কৃপায় হাতের মুঠোয় সাফল্য!
বাড়িতে এই ৪ জিনিস অবশ্যই রাখুন ! অক্ষয় হয় লক্ষ্মীর আশীর্বাদ