বাধা-বিপত্তি হবে দূর ! এই ধাতু ধারণ করুন একবার

জ্যোতিষ শাস্ত্র অনুসারে সমস্ত ধাতুর কোনও না-কোনও প্রতিনিধি গ্রহ আছে। সমস্ত রাশির জাতকরা সমস্ত ধাতু ধারণ করতে পারেন না। কোষ্ঠিতে গ্রহের পরিস্থিতি এবং তাঁদের শুভ ও অশুভ প্রভাব দেখে রত্ন কিংবা ধাতুর অলংকার ধারণ করা উচিত। 

তবে আজ আমরা যে ধাতুর কথা বলছি এমনই একটি ধাতু হল রুপো। চন্দ্র ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত  হলো রুপো। যে জাতকেরা রুপো ধারণ করে, তাঁদের জীবনে সাফল্যের উন্নতি বৃদ্ধি পায়। রুপো ধারণ করলে কী উপকার পেতে পারেন সেটা জেনে নিন—

1.কোনও মহিলার কোষ্ঠিতে শুক্র, বৃহস্পতি ও চন্দ্র এই তিনটি গ্রহ মজবুত পরিস্থিতিতে থাকলে, তা বিশেষ গুরুত্ব বহন করে। এমন কোষ্ঠির মহিলারা রুপোর গহনা পরলে তাঁদের উন্নতি এবং সৌভাগ্য বৃদ্ধি হয়।

2.রুপোর গহনা পরলে মন ও মস্তিষ্ক দুটোই সুস্থ থাকে।

3.জ্যোতিষ শাস্ত্রে রাহু ও কেতুকে ছায়া গ্রহ বলে মনে করা হয়। কানে রুপোর দুল পরলে রাহু-কেতুর অশুভ প্রভাব মেটানো সম্ভব ।

4.শুক্রকে শিল্প, সৌন্দর্য এবং আত্মবিশ্বাসের কারক গ্রহ বলে মনে করা হয়। এ কারণে রুপোর গহনা পরলে জাতক এ সংক্রান্ত লাভ পেতে পারেন। এছাড়াও রুপোর ধাতু জাতকের শরীরে শক্তির সঞ্চার করে।

আরও পড়ুন > বাড়বে ধন-সম্পদ! বৃহস্পতিবার অবশ্যই করুন এই কাজ !

জানুন কোন রাশির জাতকরা রুপোর ধাতু ধারণ করবেন – 

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী জল তত্বের রাশি যেমন- কর্কট, বৃশ্চিক ও মীন রাশির জাতকরা রুপোর লাভান্বিত হতে পারেন।

আরও পড়ুন > এবার শুক্রবারই আপনার ভাগ্য বদলাবে ! করুন এই কাজ !

জানুন কোন রাশির জাতকদের রুপো ধারণ করবেন না – 

জ্যোতিষ মতে মেষ, সিংহ ও ধনু রাশির জাতকদের রুপোর গহনা পরা উচিত নয়। এই তিনটি অগ্নি তত্বের রাশি হওয়ায় তাদের রুপোর গহনা এড়িয়ে যাওয়া উচিত।

Related Posts

এই সপ্তাহে মঙ্গলের আশীর্বাদ! ধনী হওয়ার যোগ এই ৫ রাশির মধ্য ?
৫সেপ্টেম্বর বৃহস্পতিবারঃকোন তিথি? কোন উৎসব ? দেখুন এক ঝলকে কালকের পঞ্জিকা …
কর্পূরের অলৌকিক কৌশলে সহজেই বদলাবে আপনার ভাগ্য , আজই প্রয়গ করুন এই প্রতিকারগুলো।
ভাগ্যবান হবে চান ?? তাহলে জানুন কৌশল !
Bishnu Mantra: বৃহস্পতিবার ভোরে বিষ্ণুকে খুশি করুন এই মন্ত্রে, নারায়ণের কৃপায় হাতের মুঠোয় সাফল্য!
রান্নাঘরে আছে তো এই সবজিই ? আপনার জীবন বদলে দিতে পারে এই সবজিই ! জানুন উপায়…
আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ! কিংবা পারিবারিক জীবনে সুখ এবং শান্তি লক্ষ্যে ! এই কাজটি অবশ্যই করুন সফলতা মিলবেই মিলবে । জানুন আজকের গ্রহদোষ...
এই মন্ত্রটি দিনে দু’বেলা জপ করুন ! উন্নতি থেকে কেউ আটকাতে পারবে না ! জানুন গ্রহ দোষের উপায় …
সময়টি 30 শে জুলাই পর্যন্ত ? দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে এই 3টি রাশির জন্য ! জানুন …
৭সেপ্টেম্বর শনিবারঃ দেখুন কালকের দিনক্ষন…