আমি আমরা সবাই জানি স্বাস্থ্যের জন্য দুধ কতটা উপকারি। তবে অনেকেই জানেন ত্বকের জন্যও দুধ অত্যন্ত কার্যকরী। কিন্তু ভাগ্য ফেরাতেও যে দুধের কার্যকরী আছে , সেটা কি জানেন ? আর জেনে না থাকলে আজ সেটাই জানবো ।
আর্থিক উন্নতি ও জীবনের নানান সমস্যার সমাধান করতে দুধ ভীষণ ভাবে কার্যকরী । তবে কীভাবে ব্যবহার করতে হয় তা জেনে নিন –
1.পরিবারে শান্তি বজায় রাখতেঃ
যদি পরিবারে অশান্তি এবং পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে এই টোটকা আপনার জন্য । শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার দুধ দিয়ে চাল ধুয়ে নিন এবং সেই দুধ নদীতে ফেলে দিন। টানা সাতটি মঙ্গলবার এমনটাই প্রয়গ করুন এতে বাড়ির সদস্যদের মধ্যে শান্তি বজায় থাকবে।
আরও পড়ুন > এবার শুক্রবারই আপনার ভাগ্য বদলাবে ! করুন এই কাজ !
2.আর্থিক উন্নতির জন্য দুধের টোটকাঃ
একের পর এক খরচ ? আর্থিক সংকট লেগেই রয়েছে ? তবে রবিবার রাতে ঘুমানোর সময় এক গ্লাস দুধ মাথার কাছে রেখে ঘুমান এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাবলা গাছের গোড়ায় ওই দুধ ঢেলে দিন। প্রতি রবিবার এই উপায়টি করলে আপনার ঘরে আর্থিক সুখ-সমৃদ্ধির উন্নতি কোনো দিন বন্ধ হবে না ।
আরও পড়ুন > অর্থকষ্টে ভুগছেন? এই ৫ কাজ করলেই মিলবে সমাধান !
3.গ্রহের দোষ বা অশুভ দৃষ্টি কাটানোর উপায়ঃ
কখনও কোষ্ঠীতে গ্রহের দোষ কিংবা অশুভ দৃষ্টি থাকার ফলে নানান সমস্যায় পড়তে হয়। এমন পরিস্থিতিতে, সোমবার সকালে স্নান করে শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করুন। টানা সাতটা সোমবার এটি করলে গ্রহের কু-দৃষ্টি দূর হবে ।
4.সাফল্য পেতেঃ
কঠোর পরিশ্রম করেও সাফল্য লাভ করতে পারছেন না। তাহলে দুধের এই টোটকা কার্যকরী হতে পারে আপনার জন্য । পূর্ণিমা তিথিতে বা পঞ্জিকা অনুসারে অন্য কোনও শুভ দিনে, এক গ্লাস কাঁচা দুধ নদী বা কুয়োর জলে ফেলে দিন। এতে করে সাফল্যের পথে এগিয়ে জাবেন আপনি ।
5.শারীরিক কষ্ট থেকে বিরত পেতেঃ
আপনি যদি দীর্ঘদিন ধরে কোনও ধরনের ব্যথা বা রোগে ভুগছেন, তাহলে এই প্রতিকারটি আপনার জন্য কার্যকর হতে চলেছে । সোমবার রাত ৯টায় শিব মন্দিরে গিয়ে কাঁচা দুধে জল মিশিয়ে শিবের মাথায় ঢালুন এবং “ওঁ জুং সঃ” মন্ত্রটি জপ করুন। একইভাবে প্রতি সোমবার এই মন্ত্রটি ১০৮ বার জপ করুন। এতে আপনার শারীরিক কষ্ট কমবে এবং রোগ ব্যাধি থেকে দূরে থাকবেন ।
আরও পড়ুন > এই ৫ টি কথা স্ত্রী-রা কখনও জানতে দেন না ! লুকিয়ে রাখেন স্বামীর কাছে