আমরা সকলেই সুখী ও বিলাসবহুল জীবনযাপন করতে চাই। কিন্তু অনেক সময় নানা কারণে আমাদের জীবনে আর্থিক সঙ্কট দেখা দেয়। তবে চেষ্টা করেও কিছুতেই অর্থাভাব দূর হয় না।
অর্থ সংকট দূর করতে প্রাচীন শাস্ত্রে অনেক ধরনের টোটকার কথা বলা আছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে তেমনই কিছু জিনিস মানিব্যাগে রাখলে সারা বছর আপনার অর্থের অভাব দূর হবে । জেনে নিন, আর্থিক সংকট দূর করতে কোন কোন জিনিস আপনার মানিব্যাগে রাখবেন-
1.কড়িঃ
যদি আপনার মানিব্যাগে কড়ি না থাকে তাহলে আপনার মানিব্যাগে কয়েকটি কড়ি রাখুন। এই প্রতিকারে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে বিরাজ করবে আর আর্থিক লাভও হবে।
আরও পড়ুন > এই টোটকা দারুণ কার্যকরী ! রাতারাতি বদলে যাবে আপনার ভাগ্য
2.চালঃ
অর্থ সংকট দূর করতে হলে আপনার মানিব্যাগে কয়েকটি চালের দানা রাখুন। তবে অবশ্যই ছেঁড়া মানিব্যাগ ব্যবহার করবেন না। ২১টি চাল একটা কাগজে মুড়ে আপনার পার্সে রেখে দিন। তবে বৃহস্পতিবার এই কাজটি করলে ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয় । সারা বছর পার্সে চালের দানা রাখলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং ধন-সম্পদ বৃদ্ধি পাবে।
আরও পড়ুন > এবার ভাগ্য ফেরাতে এক গ্লাস দুধই যথেষ্ট! কীভাবে? জানুন …
3.পদ্ম বীজঃ
মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফুল পদ্ম। পদ্মের বীজ একটি লাল কাপড়ে বেঁধে আপনার মানিব্য়াগে রাখুন। এতে করে আপনি অপ্রয়োজনীয় খরচ থেকে মুক্তি পাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করবে আপনার মধ্য থেকে ।
4.অশ্বত্থ গাছের পাতাঃ
আর্থিক সঙ্কট দূর করতে আপনার পার্সে সবসময় একটি অশ্বত্থ গাছের পাতা রাখুন। অশ্বত্থ পাতা সব সময় শুভ ফল প্রদান করে। একটি অশ্বত্থ পাতা গঙ্গাজলে ধুয়ে মানিব্যাগে রেখে দিলে কখনও টাকার অভাব হবে না। তবে পাতাটি শুকিয়ে গেলে আরও একটি নতুন পাতা ব্যাগে রাখতে হবে।
5.আশির্বাদের টাকাঃ
গুরুজনের দেওয়া আশির্বাদী টাকা খরচ না করে বরং তাতে আপনি হলুদ মাখিয়ে মানি ব্যাগে রেখে দিন। এতে আর্থিক উন্নতি হবে এবং আপনি অনেক বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন ।