সাবধান ! ভুলেও দান করবেন না এই ১০ জিনিস, বাড়বে অর্থ সংকট !

জ্যোতিষ শাস্ত্র অনুসারে , দান করলে যেমন জীবনে পুণ্য লাভ করা যায়  তেমনই দানের ফলে নানা পাপ থেকে মুক্তি পাওয়া যায় । কিন্তু অনেক সময় আমরা না জেনে শুনে  এমন কিছু জিনিস দান করে থাকি, যা জ্যোতিষ শাস্ত্রে একেবারেই নিষিদ্ধ করা আছে । এর ফলে জীবনে নেমে আসে ভয়ানক দুর্দশা।

যেগুলি দান করা অত্যন্ত অশুভ মনে করা হয়। আসুন আজ জেনে নেওয়া যাক, কোন কোন জিনিস দান করলে ভয়ানক দুর্দশা নামবে আমাদের জীবনে –

1.লোহা জিনিসঃ

ভুল করেও কখনই কাউকে লোহার কোনও জিনিসপত্র দান করবেন না। কারণ জ্যোতিষশাস্ত্র মতে, লোহা জিনিস দান করলে শনিদেব রুষ্ঠ হন। এছাড়াও ঘরে প্রতিদিন ঝগড়া হয় এবং পারিবারিক সুখ, শান্তি চলে যায়।

আরও পড়ুন > এই ৫ টি কথা স্ত্রী-রা কখনও জানতে দেন না ! লুকিয়ে রাখেন স্বামীর কাছে

2.তেলঃ

ভুল করেও কাউকে কখনও তেল দান করবেন না। বিশেষত,  ব্যবহার করা তেল বা নষ্ট হয়ে যাওয়া তেল কখনই কাউকে দেবেন না। কারণ  শনি দেবের কুদৃষ্টিতে আপনার জীবন দুর্দশায় নেমে আসবে ।

3.লবণঃ

কাউকে লবণ বা নুন দান করলে শনি দেবের সাড়ে সাতীর কবলে পড়তে হয় । এই কারণেই কাওকে লবণ দান করবেন না ।  এছাড়াও, বিশেষ করে লবণ দান করলে ঋণের বোঝা বাড়তে পারে।

আরও পড়ুন > ঋণের বোঝা বাড়ছে ? এই ৪ টি উপায়ে ঋণ থেকে পাবেন মুক্তি

4.দেশলাইঃ

মনে রাখবেন দেশলাই বাক্স কখনই দান করা উচিত নয়। কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে, দেশলাই কাঠি দান করলে ঘরের শান্তি ভীষণ ভাবে নষ্ট হয়ে যায় এবং বাড়ির সদস্যদের মধ্যে বিবাদ হতে পারে।

5.ধারালো জিনিসঃ

ভুল করেও কখনও ছুরি, কাঁচির মতো ধারালো বস্তু কাউকে দান করবেন না, কারণ এতে আপনার জীবনে যেমন দুর্ভাগ্য আসতে পারে তেমনই পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক খারাপ হতে থাকে।

6.খাবারঃ

কাউকে খাবার দান করা অত্যন্ত শুভ , কিন্তু মনে রাখতে হবে খাদ্য দান করার ক্ষেত্রে সর্বদা ফ্রেশ খাবার দান করুন। বাসি খাবার কখনই দান করবেন না , এতে আপনার বিরাট ক্ষতি হতে পারে।

7.ব্যবহৃত কাপড়ঃ

বস্ত্র দান করা শুভ তবে ধর্মীয় স্থানে কখনও ব্যবহৃত কাপড় দান করবেন না কারণ এমনটা করলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন। যে কারণে আপনার বাকি জীবন দারিদ্র্য এবং অর্থাভাবে কাটাতে হতে পারে।

8.ঝাড়ুঃ

ভুল করেও ঝাড়ু কখনই কাউকে দান করবেন না । এই কাজটি অত্যন্ত অশুভ । কারণ এর ফলে কষ্ট করে সঞ্চয় করা টাকা নিমিশেই শেষ হয়ে যাবে ।  

9.ছেঁড়া বইঃ

জ্যোতিষ শাস্ত্র অনুসারে ছেঁড়া বই দান করাও অত্যন্ত অশুভ। কারণ জীবনে একের পর এক সমস্যা লেগেই থাকে।

10.প্লাস্টিকের জিনিসঃ

জ্যোতিষ শাস্ত্র অনুসারে প্লাস্টিকের জিনিস দান করলে পরিবার এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে কখনও প্লাস্টিকের কোনও জিনিস দান করবেন না।

Related Posts

২৯ অগাস্ট বৃহস্পতিবারঃ ২ দিনে উন্নতি! করুন এই কাজ ! জনুন গ্রহ দোষের প্রতিকার…
স্নানের জলে মেশান এই জিনিস ! পাবেন সম্পত্তি, বল বৃদ্ধি, এবং রোগ থেকে মুক্তি...
২৮ অগাস্ট বুধবারঃ এই ৪ রাশি ব্যবসায় বাজিমাত ! জানুন আপনার আজকের রাশিফল…
২৫ অগাস্ট রবিবারঃ এই ৪ রাশি টাকার বৃষ্টিতে ভিজবে ! জানুন আজকের রাশিফল …
ঘুম থেকে উঠে ভুলেও করবেন না এই কাজ ! নামবে ঘোর বিপদ
কাল সারাদিন শুক্লা তৃতীয়ায় ব্রহ্ম যোগ ! ৫ রাশিতে উপচে পড়বে সৌভাগ্য
৭ সেপ্টেম্বর শনিবারঃ জানলে চমকে উঠবেন আপনিও ? জানুন আজকের রাশিফল
২ সেপ্টেম্বর সোমবারঃ এই কাজটি অবশ্যই করুন ভাগ্য ৯১% আপনার সঙ্গ দেবে! জানুন গ্রহ দোষের প্রতিকার
২৬ অগাস্ট সোমবারঃ ২ দিনে উন্নতি ! এই কাজ শীঘ্রই করুন ! জনুন গ্রহ দোষের প্রতিকার…
ভাগ্যবান হবে চান ?? তাহলে জানুন কৌশল !