কবে থেকে শুরু গণেশ চতুর্থী? জানেন কি মূর্তি কেনার সঠিক নিয়ম? না জানলেই বিপদ!

হাতে গোনা আর মাত্র কয়েক দিন, তারপরই গণেশ চতুর্থী। ভগবান গণেশের জন্মবার্ষিকী এদিন। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে ভগবান গণেশের জন্ম হয়েছিল বলে মনে করা হয় ।

এই দিন থেকে গণেশ চতুর্থীর উৎসবটি ১০ দিন ধরে মহা আড়ম্বর এবং প্রদর্শনের সঙ্গে উদযাপিত হয়। বিশেষ করে মহারাষ্ট্র, ওড়িশা, গোয়া সহ ভারতের দক্ষিণের রাজ্যগুলিতে এই উৎসব মানা হয় ।

গণেশ চতুর্থীর  সময় সূচি 

এই বছর গণেশ চতুর্থী ৬ই সেপ্টেম্বর বিকেল ৩টে ১ মিনিটে শুরু হবে এবং ১৭ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫টা ৩৭ মিনিটে শেষ হবে। আরও পড়ুন… 

আসুন জেনে নিই গণেশ চতুর্থীর মূর্তি কেনার আগে কী কী বিষয় মাথায় রাখা উচিত – 

1.মাটির তৈরিঃ

গণেশ চতুর্থীতে মূর্তি কেনার সময় খেয়াল রাখবেন মূর্তিটি যেন মাটির তৈরি হয় । কারণ মাটির মূর্তি পুজোর জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

2.বসে থাকা মুদ্রাঃ

শাস্ত্র অনুসারে, বসে থাকা মুদ্রা ও বাঁ দিকে ঝুকে থাকা শূড় রয়েছে এমনই  গণেশ মূর্তি কেনা উচিত। কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী গণেশের এমন মূতি আনলে যেমন পরিবার সুখ-সমৃদ্ধিতে ভরে যায় তেমনই  শান্তি বজায় থাকে।

3.বাহন মূষকঃ

গণেশের মূর্তি কেনার সময়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেখানে যাতে তাঁর বাহন মূষক থাকে। শুধু তাই নয় গণেশের হাতে যেন মোদক থাকে। এ ধরনের মূর্তি বাড়ি আনা অত্যন্ত শুভ। কারণ মোদক গণেশের অত্যন্ত প্রিয়।

আরও পড়ুন > ঘুম থেকে উঠে ভুলেও করবেন না এই কাজ ! নামবে ঘোর বিপদ

4.সিঁদূর রঙের প্রতিমাঃ

শাস্ত্র অনুসারে গণেশের মূর্তি কেনার সময় সিঁদূর রঙের প্রতিমা কিনে বাড়ি আনা অধিক শুভ। এই রঙের গণপতি প্রতিমা বাড়ি আনলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এছাড়াও  সাদা রঙের প্রতিমা বাড়ি আনলে পরিবারে আনন্দের আগমন ঘটে।

Related Posts

কর্পূরের অলৌকিক কৌশলে সহজেই বদলাবে আপনার ভাগ্য , আজই প্রয়গ করুন এই প্রতিকারগুলো।
২৮ অগাস্ট বুধবারঃ এই ৪ রাশি ব্যবসায় বাজিমাত ! জানুন আপনার আজকের রাশিফল…
২৯ অগাস্ট বৃহস্পতিবারঃ ২ দিনে উন্নতি! করুন এই কাজ ! জনুন গ্রহ দোষের প্রতিকার…
২৭ অগাস্ট মঙ্গলবারঃ বাড়িতে সমস্যা লেগেই থাকে ? এবার সমস্ত সমস্যার সমাধান আপনার হাতে ! জানুন গ্রহ দোষের প্রতিকার…
১০ সেপ্টেম্বর মঙ্গলবারঃ কালকের পূর্ণাঙ্গ পঞ্জিকা অনুসারে দিনটি কেমন ! জানুন…
এক চিমটে হলুদে আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলবে ! হলুদের ম্যাজিকে আর্থিক উন্নতি এবং সুখ সম্পদ উপচে পরবে
এবার ভাগ্য ফেরাতে এক গ্লাস দুধই যথেষ্ট! কীভাবে? জানুন …
৭সেপ্টেম্বর শনিবারঃ দেখুন কালকের দিনক্ষন…
Gita Gyan: গীতায় শ্রীকৃষ্ণের এই ৫ উপদেশ নিজের জীবনে কাজে লাগান, দুঃখ-কষ্ট-ব্যর্থতা ছুঁতেও পারবে না আপনাকে
স্নানের জলে মেশান এই জিনিস ! পাবেন সম্পত্তি, বল বৃদ্ধি, এবং রোগ থেকে মুক্তি...