জীবনে উন্নতি কে না করতে চায়? কিন্তু সবার ভাগ্য়ে সেই উন্নতি থাকে না। কেউ কঠিন পরিশ্রমের পরও মনের মতো উন্নতি পায় না। আবার কেউ অল্প পরিশ্রম করেও খুব শীঘ্রই উন্নতির শিখরে পৌঁছে যায় ।
জ্যোতিষ শাস্ত্রে জীবনে উন্নতি বা ধনলাভ করার জন্য কিছু উপায় বলা হয়েছে। আর সেই উপায় গুলি রোজ পারলে আশা করি কোনো সমস্যা থাকবে না । আসুন জেনে নিই সেই উপায়গুলি
1.স্নানের জলে হলুদ মিশিয়ে নিন
সকালে স্নানের সময় জলে এক চুটকি হলুদ মিশিয়ে নিন। বিশ্বাস করা হয় যে এরকম করলে বৃহস্পতি গ্রহ মজবুত হয় এবং আপনার ভাগ্য চমকাবে খুব শীঘ্রই।
আরও পড়ুন > ঘুম থেকে উঠে ভুলেও করবেন না এই কাজ ! নামবে ঘোর বিপদ
2.স্নানের জলে নুন মিশিয়ে নিন
আপনি যদি সন্ধ্যার সময় স্নান করেন তাহলে জলের মধ্যে একটু নুন মিশিয়ে নিন। এর কারণে নেতিবাচক ক্ষমতা যেমন দূরে সরে তেমনই ভগবান বিষ্ণু প্রসন্ন হন বলে জানা গিয়েছে।
3.পঞ্চমুখী হনুমানের পুজো
কলিযুগে হনুমান দেবকে সঙ্কট মোচন বলা হয়ে থাকে। বিশ্বাস করা হয় যে হনুমানজি তাঁর ভক্তদের সঙ্কট থেকে রক্ষা করেন। এই কারণেই নিয়মিতভাবে পঞ্চমুখী হনুমানজির পুজো করা খুবই দরকার।
4.হনুমানজির সামনে প্রদীপ জ্বালান
প্রতি মঙ্গলবার করে হনুমানজির সামনে প্রদীপ জ্বালান। এতে করে বাড়িতে সুখ-সম্পত্তি আসবে বলে মনে করা হয়। শুধু তাই নয় জ্যোতিষ শাস্ত্র অনুসারে বলা হয় এটা করলে শত্রুদের ওপর জয় পাওয়া যায়।
5.তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালান
বাড়ি থেকে নেতিবাচক ক্ষমতা দূর করতে চাইলে প্রতিদিন সন্ধ্যার সময় তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালান। এছাড়াও রোজ সকাল-সন্ধ্যায় ঘরে কর্পূর জ্বালালে ঘরের বাতাবরণ শুদ্ধ থাকে।
6.শঙ্খ ও ঘণ্টা বাজানো শুভ
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, পুজোর সময় শঙ্খ ও ঘণ্টা বাজালে বাড়িতে ইতিবাচকতা বাড়ে। এছাড়াও ঘর থেকে অপ্রয়োজনীয় নোংরা জিনিস বের করে দেওয়াই ভালো কারণ বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মী বাস করেন পরিষ্কার-পরিচ্ছন্ন বাড়িতে।