আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকা এবং আমাদের প্রত্যেকের পরিচিতি এই সবজি । এই সবজি আমাদের ভাগ্য ফেরাতে ভীষণ ভাবে সাহায্য করে থাকে। আজ আমরা আলোচনা করতে চলেছি আলুর বিশেষ গুরুত্ব নিয়ে ।
আলু আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে। বিভিন্ন রান্নাতেই একটু হলেও আলু দেওয়ার প্রচলন রয়েছে। অনেকেই আছেন যারা আলু খেলে মোটা হয়ে যাবে ভেবেই আলু খান না কিন্তু তারপরে জ্যোতিষ শাস্ত্র মতে আলুর বেশ মাহাত্ম্যপূর্ণ রয়েছে । কারণ নিয়মিত আলুর ব্যবহার আমাদের জীবনের আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে।
আমরা অনেক সময় ভীষণ ভাবে আর্থিক সংকটের মধ্যে জড়িয়ে পড়ি । অভাবের মুখে বাধ্য হয়ে তখন ঋণ নিতে হয় আমাদের । কিন্তু সময়ে ঋণ পরিশোধ করা সম্ভব না হলে এই ঋণ ধীরে ধীরে আমাদের জীবনে জড়িয়ে পরে । ঋণের দায় ও আর্থিক সংকট কাটাতে কাঁচা আলুর টোটকা বেশ কার্যকরী হতে পারে। এমনটাই জানাচ্ছেন জ্যোতিষবিদরা। আসুন আজ জেনে নেওয়া যাক জ্যোতিষ শাস্ত্র মতে কাঁচা আলুর টোটকা কী ভাবে আমাদের ভাগ্য খুলতে পারে –
আর্থিক সংকট মেটাতে কাঁচা আলুর টোটকা
আপনি যদি ব্যাংক বা কোনও বন্ধুর থেকে ঋণ নিয়ে থাকেন এবং তা সময়ে শোধ করে উঠতে না পারেন, তাহলে কাঁচা আলুর এই টোটকা আপনার জন্য কার্যকারী হতে চলেছে ।
1.জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে , আপনি আর্থিক সংকটের মধ্যে থাকলে তাহলে প্রতিদিন একটি করে কাঁচা আলু নিয়ে সেটি ভালো করে ধুয়ে কোনও গরুকে খাইয়ে দিন। জ্যোতিষ শাস্ত্র মতে প্রতিদিন গরুকে কাঁচা আলু খাওয়ানো অত্যন্ত শুভ। হিন্দুধর্মে গরুকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকব আপনার উপর। সম্পদের দেবীর কৃপায় আপনার আর্থিক সংকট নিমিশেই কেটে যাবে।
2.জ্যোতিষ শাস্ত্র মতে গরুকে কাঁচা আলু খাওয়ানোর নানা উপকারিতা রয়েছে। প্রতিদিন গরুকে আলু খাওয়ালে জন্মছকে শুক্রের অবস্থান ভালো হয়। শুক্রের শুভ প্রভাবে আর্থিক সংকট কেটে যায় এবং দাম্পত্য জীবনেও প্রেম ও ভালোবাসা বৃদ্ধি পায়।
3.এছাড়া সূর্যের শুভ প্রভাব লাভ করতে প্রতিদিন রোদে বসে একটি করে আলু সেদ্ধ খান। এর ফলে জন্মছকে সূর্যের অবস্থান শক্তিশালী হবে। আবার মঙ্গলের অশুভ দোষ কাটাতে সেদ্ধ আলুর সঙ্গে গুড় মাখিয়ে খেলে উপকার হাতে নাতে পাবেন।