হিন্দু ধর্ম অনুসারে মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী। মা লক্ষ্মী প্রীত হলে জীবনে কোনও অভাব ও অসুখ থাকে না। এই কারণে মা লক্ষ্মীকে তুষ্ট করতে নানান চেষ্টা করেন ভক্তরা ।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে কয়েকটি নির্দিষ্ট বস্তু আছে, যেগুলিতে মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়। নিজের বাড়িতে এই জিনিসগুলি রাখলে আপনার জীবনের সব আর্থিক সংকট কেটে যাবে। লজর করলে দেখা যায় সব ধনী ব্যক্তিরাই ঘরে এই জিনিসগুলি রাখেন। আসুন জেনে নেওয়া যাক সেই জিনিস সম্পর্কে –
1.নারকেলঃ
ধর্মীয় বিশ্বাস অনুসারে নারকেল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। সেই কারণে নারকেলকে শ্রীফল বলা হয়ে থাকে । হিন্দুধর্ম আনুসারে যে কোনও শুভ কাজ শুরু করার আগে নারকেল ফাটানোর রীতি প্রচলিত আছে। বাড়িতে নারকেল থাকলে সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় বজায় থাকে। মনে রাখবেন কোনও আর্থিক সংকট প্রবেশ করতে পারে না।
2.শঙ্খঃ
শুধু জ্যোতিষ শাস্ত্র নয় হিন্দুধর্ম অনুসারে শঙ্খ বা শাঁখ শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় । সমুদ্র মন্থনের ফলে শঙ্খ উঠে এসেছিল বলে মনে করা হয়। সমুদ্র মন্থন করে ১৪ রকম রত্ন পাওয়া যায়। তার অন্যতম হল শঙ্খ। মনে রাখবেন যে বাড়িতে শঙ্খ রাখা হয়, সেই বাড়িতে কখনও টাকা-পয়সার অভাব ঘটে না।
3.কুবেরের ছবিঃ
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কুবেরের ছবি রাখা খুবই শুভ। মা লক্ষ্মী ও কুবেরের ছবি একসঙ্গে রাখুন। তার পাশে রাখুন একটি স্বস্তিক চিহ্ন। এর ফলে আপনার জীবনের আর্থিক সংকট ভীষণ ভাবে কেটে যাবে।
4.পদ্মফুলঃ
মা লক্ষ্মী পদ্মফুলের উপর আসীন থাকেন এই কারণেই পদ্মফুলকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। বাড়িতে পদ্মফুলের গাছ থাকলে সেখানে মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়। যখনই মা লক্ষ্মীর পুজো করবেন, তাঁকে পদ্মফুল অবশ্যই নিবেদন করবেন। এর ফলে আপনার সংসারে ঝরে পড়বে মা লক্ষ্মীর আশীর্বাদ।