আমরা সবাই বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী কিংবা কোনো পরিচিতি মানুষের কাছ থেকে আমরা প্রয়োজনে নানা জিনিস ধার নিয়ে থাকি এবং ধার দিয়েও থাকি। তবে সাধারণত কাছের মানুষদের থেকে জিনিসপত্র ধার নেওয়ায় কেউ কোনও দোষ দেখেন না।
কিন্তু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এমন কিছু জিনিস আছে যা কখনই কারুর থেকে ধার নেওয়া ও ধার দেওয়া উচিত নয়।। কারণ এই বিষয়ে ব্যক্তির জীবনে অশুভ প্রভাব বিস্তার করে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন জিনিস ধার নিতে নেই এমন কি কেউ কিছু চাইলে তাঁকে ধার দিতেও নেই –
1.বইঃ
আপনি যে বই বাড়িতে পড়ছেন সেই বই কাউকে ধার দেওয়া উচিত নয়। কারণ বই হল জ্ঞানের বাহক।যদি আপনার বন্ধু সেই বই চান, তাহলে আপনি চাইলে তাকে নতুন বই কিনে দিতে পারবেন কিন্তু আপনি যে বই পড়ছেন সেটা কাউকে দান করবেন না।
2.কলমঃastrology
শাস্ত্রে আছে কখনই কাউকে কলম ধার দেওয়া বা কারুর কাছ থেকে কলম ধার নেওয়া উচিত নয়। কারণ অন্যের কলম নিজের কাছে রাখলে আর্থিক সংকট দেখা দিতে পারে এবং নিজের কলম অন্য কাউকে দান করা বা ধার দেওয়ার অর্থ – আপনি নিজে আপনার কর্মফলও কারুর সঙ্গে ভাগ করে নিচ্ছেন।
3.ঘড়িঃ
জ্যোতিষ শাস্ত্র অনুসারে অন্য কারুর ঘড়ি কখনই পরা উচিত নয় কারণ অন্য কারো ঘড়ি পরলে আপনার ব্যবসায়িক জীবনে অশুভ প্রভাব পড়ার পাশাপাশি আর্থিক ক্ষতিও দেখা দেবে । এই কারণে অন্যকে ঘড়ি ধার দেবেন না বা ধার নেবেন না।
4.বিয়ের টাকা ধারঃ
একটা বিবাহের আয়োজন করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন। তাই আমরা কিছু কিছু সময় টাকার অভাব পরলে নানান পরিচিতি মানুষের কাছ থেকে ধার নিয়ে থাকি । তবে বিয়ের জন্য অর্থের ব্যবস্থা সবসময় নিজেরই করা উচিত। জ্যোতিষ শাস্ত্র অনুসারে আর্থিক ঋণ নিয়ে বিবাহিত জীবন শুরু করা অত্যন্ত খারাপ।
5.ব্যবহৃত কাপড়ঃ
অনেকে আছে যারা নিজের কাছে পোশাক থাকতেও অন্যের কাছ থেকে পোশাক ধার নিয়ে থাকে , তাহলে অন্যের পোশাক পরার অভ্যাস থাকলে আজই তা ত্যাগ করুন। কারণ অন্যের কাছ থেকে কাপড় ধার করে পরলে আপনার জীবনে দুর্ভাগ্য আসতে পারে। যদিও পোশাক-আশাক শুক্র গ্রহের সঙ্গে যুক্ত , এর ফলে অন্য কারুর পোশাক পরলে শুক্র দুর্বল হতে পারে। এই কারণে ধার দেওয়া বা ধার নেওয়া উচিত নয় ।