আজকে আমরা জেনে নিব তামার পাত্র কলসের সাহায্যে কি করে বাড়ির সমস্ত ধরনের সামস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব –
1.নেগেটিভ এনার্জি দূর করতেঃ
আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব বৃদ্ধি পেলে সেই পরিবারের সদস্যদের জীবনে বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে একটি তামার কলসেতে জল ভরে নিন। রাতে ঘুমনোর সময় এই জলভর্তি তামার পাত্র নিজের মাথার কাছে রাখুন। এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠে এই জল কোনও গাছের গোড়ায় ঢেলে দিন। এর কারণে নেগেটিভ এনার্জি সরে যাবে এবং আপনার জীবনে সুখ ও শান্তি ফিরে আসবে।
আরও পড়ুন > চাকরি মিলছে না? ৩ সহজ উপায়ে মিলবে চাকরি
2.বিভিন্ন বাধা দূর করতেঃ
আপনি কি যে কাজেই জাচ্ছেন সেই কাজেই বাঁধার সৃষ্টি হচ্ছে ? এবার সমস্য়া সমাধান মেটাতে পারে তামার কলসে। রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি তামার কলসে জল ভরে নিন। এবং এর মধ্যে এক চিমটে সিঁদুর মিশিয়ে দিন। পরের দিন সকালে এই জল তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন। এর ফলে ম্যাজিকের মতো আপনার আটকে থাকা সব কাজ সম্পন্ন হবে।
আরও পড়ুন > ঋণের বোঝা বাড়ছে ? এই ৪ টি উপায়ে ঋণ থেকে পাবেন মুক্তি
3.আর্থিক কষ্ট দূর করতেঃ
আপনি কি আর্থিক কষ্টে ভুগছেন ? কঠোর পরিশ্রম করেও চাকরি বা ব্যবসায়ে উন্নতি করতে পারছেন না? তাহলে সকালে ঘুম থেকে উঠে একটি তামার পাত্র করে সূর্য দেবতার উদ্দেশ্যে জলের অর্ঘ্য নিবেদন করুন। এর ফলে আপনার সব আর্থিক কষ্ট দূর হবে। ছোট ছোট কাজেও সাফল্য পাবেন ।
4.পারিবারিক অশান্তি দূর করতেঃ
যদি আপনার পরিবারে সব সময় অশান্তি ঝগড়া লেগেই থাকে, তবে তামার পাত্রের এই উপায়টি আপনার জন্য কার্যকর হতে পারে। একটি তামার কলসে জল নিন। এরপর আপনি এই জলে এক চিমটে সিঁদুর এবং কয়েক দানা চাল মিশিয়ে নিন। ভোরবেলা এই জল দিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য দিন। এর ফলে আপনার পরিবারের সব ধরনের অশান্তি ঝগড়া দূর হবে।