আজ আমরা আপনাদের জানাবো, কোন কোন পাখিগুলিকে ঈশ্বরের দূত বলে মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুয়ারে পাঁচটি পাখি হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
এই পাখিগুলির দর্শন পেলে সৌভাগ্য লাভ হয়, আর্থিক সমৃদ্ধি ঘটে এবং জীবনে সুখ ও শান্তির আগমন ভীষণ ভাবে হয় । এই পাখিগুলি স্বয়ং মা লক্ষ্মীর বার্তা বাহক বলে প্রচলিত । জ্যোতিষ শাস্ত্র অনুসারে আসুন জেনে নিন কোন কোন পাখির কথা এখানে বলা হয়েছে –
1.টিয়া পাখিঃ
হিন্দু ধর্মে টিয়া পাখি অত্য়ন্ত শুভ বলে বিবেচিত । টিয়াপাখি দেওয়া পাওয়া সৌভাগ্যের লক্ষণ বলে বিবেচিত । আর এই কারণে অনেকে বাড়িতে টিয়া পাখি পুষে থাকেন। তবে মনে রাখবেন আকাশের পাখিকে খাঁচায় পুরে বন্দি করে রাখা কোনও মতেই শুভ নয়। কোনো টিয়া পাখি যদি নিজে থেকে আপনার বাড়িতে আসে,এবং বাড়ির কোনো এক জায়গায় বসে, তবেই তা শুভ লক্ষ্মণ। এর ফলে কোনও শুভ ঘটনা ঘটতে পারে আপনার বাড়িতে । তবে এটাও মনে রাখবেন এক জোড়া টিয়া দেখলে দাম্পত্য জীবনে প্রেম ও সুখ বাড়ে।
আরও পড়ুন > সাবধান ! এই ৬ কাজ ভুলেও করবেন না সন্ধ্যায় ! ঘর থেকে বিদায় নেবেন মা লক্ষ্মী
2.পেঁচাঃ
হিন্দু ধর্ম অনুসারে পেঁচা হল মা লক্ষ্মীর বাহন। পেঁচা দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি কখনও আপনার ঘরে পেঁচা দেখতে পান , তাহলে বুঝবেন, মা লক্ষ্মীর আশীর্বাদ পড়তে চলেছে আপনার উপর এবং আর্থিক লাভ হতে চলেছে।
আরও পড়ুন > আপনার নাম কি এই অক্ষরগুলি দিয়ে শুরু ? তবে দু’হাতে আসবে টাকা ! জীবনে মিলবে বড় সাফল্য!
3.নীলকণ্ঠ পাখিঃ
মহাদেবের দূত বলে মনে করা হয় নীলকণ্ঠ পাখিকে । নীলকণ্ঠ পাখির দেখা পাওয়া একটি মানুষের জীবনে সৌভাগ্য এনে দেয় । নীলকণ্ঠ পাখির দেখা পাওয়ার অর্থ আপনার সম্পত্তি লাভ হতে চলেছে । এছাড়াও সব কাজেই সাফল্য পাবেন এবং নতুন গাড়ি কিনতে পারেন।
4.চড়াইঃ
চড়াই পাখি আমাদের রাজ্যে খুবই দেখা পাওয়া যায়। সাধারণত গৃহস্থ বাড়ির ঘুলঘুলিতেই বাসা বাধে চড়াই পাখি । জ্যোতিষ অনুসারে বাড়িতে চড়াই পাখির বাসা অত্যন্ত শুভ। এর কারণে লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটতে পারে। এছাড়াও বাড়িতে উন্নতির ছায়া বিরাজ করবে ।
5.কাকঃ
শনিদেবতার বাহন হল কাক । এই পাখি আমাদের চারপাশ পরিষ্কার রাখতে সাহায্য করে এই কারণেই কাক কে ঝাড়ুদার পাখিও বলা হয়ে থাকে । মনে রাখবেন বাড়িতে কাক আসলে আপনার সম্মান ও সম্পত্তি বৃদ্ধি পেতে চলেছে।