বাড়িতে দৈনিক সমস্যা ? জীবনের বড় সমস্যা সমাধানে এবার লবঙ্গ !

কেবলমাত্র লবঙ্গ রান্নার স্বাদ বাড়াতে নয় , পূজার্চনাতেও বিশেষ ভূমিকা পালন করে লবঙ্গ । এছাড়া, জ্যোতিষশাস্ত্রেও লবঙ্গকে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়।

দেখে নিন, লবঙ্গ কোন উপায়ে জীবন থেকে কী কী সমস্যা দূর করতে পারে –

1.বাড়িতে মা লক্ষ্মীর কৃপা পেতেঃ

বাড়িতে প্রতিদিন মা লক্ষ্মীর পূজা করার সময় গোলাপ ফুলের সঙ্গে  দুটি করে লবঙ্গ অর্পণ করুন। মনে রাখতে হবে প্রতি শুক্রবার এই প্রতিকার করতেই হবে। এই টোটকার ফলে ঘরে সুখ-সমৃদ্ধি আসবে এবং মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকবে।

আরও পড়ুন > এই ৫ টি কথা স্ত্রী-রা কখনও জানতে দেন না ! লুকিয়ে রাখেন স্বামীর কাছে

2.বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতেঃ

শনিবার দিন ৩টি কিংবা ৫টি লবঙ্গ , সঙ্গে  ৩টি কর্পূর ও ৩টি বড় এলাচ একসঙ্গে জ্বালিয়ে দিন এবং সেই আগুন গোটা বাড়িতে দেখান। এরপর সেই ছাই বাড়ির সদর দরজায় ছড়িয়ে দিন। এর ফলে সহজের ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হবে।

আরও পড়ুন > বাধা-বিপত্তি হবে দূর ! এই ধাতু ধারণ করুন একবার

3.ইন্টারভিউতে সাফল্য পেতেঃ

চেষ্টা করার পরেও মিলছে না চাকরি । তাই চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় মুখে একজোড়া লবঙ্গ রেখে বাড়ি থেকে বেরোন। এবং ইন্টারভিউ এর  সেই জায়গায় পৌঁছে লবঙ্গের টুকরোগুলো মুখ থেকে ফেলে দিন। ইন্টারভিউতে সাফল্যের জন্য প্রার্থনা করে ভিতরে যান। এর ফলে  ভাল ফলাফল পাবেন আপনি ।  

4.পরিশ্রমের ফল পেতেঃ

কঠোর পরিশ্রম করার পরেও মনের মতো ফল পাচ্ছেন না? আপনার আর্থিক সমস্যাও দূর হচ্ছে না? তবে মঙ্গলবার হনুমানজির সামনে এক জোড়া লবঙ্গ রাখুন এবং সরিষার তেল দিয়ে একটি প্রদীপ জ্বালান। এছাড়াও হনুমান চালিসা পাঠ করুন। দেখবেন আপনার কষ্ট দূর হয়েগেছে । 

5.জীবনে সাফল্য পেতেঃ

হয়ে হাওয়া কাজও বাঁধা সৃষ্টি হয়ে থেমে যাচ্ছে ? তাহলে শনিবার একটি প্রদীপ জ্বালিয়ে তাতে দুই জোড়া লবঙ্গ রাখুন এবং সেই প্রদীপ ঘরের অন্ধকার এক কোণে রাখুন। এতে নেতিবাচক শক্তি দূর হয়। যদি আপনি প্রতি শনিবার এই প্রতিকার করেন তাহলে আপনার না হওয়া কাজগুলো সম্পন্ন হবে।

6.অর্থ উন্নতির জন্যঃ 

একটি লাল কাপড়ে ৫টি কড়ি ও ৫টি লবঙ্গ বেঁধে রাখুন। তবে দিনটি যেন শুক্রবার হয় । এবং এটি টাকা রাখার জায়গায় বা কোনও নিরাপদ স্থানে রাখুন। বিশ্বাস করা হয়, এই টোটকায় ধন-সম্পদ আসে। এবং বাড়ির আর্থিক উন্নতি ঘটে ।

Related Posts

আপনি কি ব্যবসায় বাধার সম্মুখীন হচ্ছেন ? তাহলে জ্যোতিষশাস্ত্রের এই ৪ টি প্রতিকারগুলি একবার চেষ্টা করুন ।
বাঁধা-বিপত্তি থেকে মুক্তি পেতে চান ? ভাগ্য ৯৫% আপনার পক্ষে থাকবে । এই কাজটি করলে সাফল্য মিলবেই মিলবে ! জানুন গ্রহ দোষের প্রতিকার
২৬ অগাস্ট সোমবারঃ ২ দিনে উন্নতি ! এই কাজ শীঘ্রই করুন ! জনুন গ্রহ দোষের প্রতিকার…
নৈহাটির বড়মাকে কেন ‘বড়মা’ ডাকা হয়? জানুন ১০০ বছরের প্রাচীন ইতিহাস
সময়টি 30 শে জুলাই পর্যন্ত ? দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে এই 3টি রাশির জন্য ! জানুন …
৩০ অগাস্ট শুক্রবারঃ অসুস্থ রোগীদের জন্য সেরা উপায় ! জানুন গ্রহ দোষের প্রতিকার
৩০ অগাস্ট শুক্রবারঃ এই ৩ রাশির বাড়বে প্রচুর টাকা ! জানুন আজকের রাশিফল …
সাবধান ! ভুলেও এই আঙুলে পরবেন না সোনার আংটি
সব কাজেই আসবে সাফল্য এই ৪ রাশির ? রাশিতে ধনলক্ষ্মী যোগ ! ঘরে অর্থের আগমন ! কোন কোন রাশি… ? জানুন …
অশুভ শক্তির প্রভাব কাটাতে চান ? তাহলে এই ৪ পতিকার আপনার জন্য ! আষাঢ়ের এই ৯ দিন ! জানুন …