হিন্দু ধর্মের এক অন্যতম পবিত্র চিহ্ন হল স্বস্তিকা চিহ্ন ।
জেনে নিন এই চিহ্নের মাধ্যমে বাড়ির উন্নতি এবং মা লক্ষ্মীর কৃপা কতটা মেলে –
1.বাড়ির কোনদিকে স্বস্তিকা চিহ্ন রাখা শুভ-
জ্যোতিষমতে বাড়িতে হলুদ দিয়ে আঁকা স্বসতিকা চিহ্ন রাখা বিশেষ শুভ। স্বস্তিকা চিহ্ন বাড়ির সদর দরজায় রাখলে তা শুভ ফল দেয়। এছাড়াও বাড়ির ঠাকুরঘরেও স্বস্তিকা চিহ্ন রাখা খুবই শুভ। এটির ফলে গোটা বাড়িতে ইতিবাচক প্রভাব পড়তে থাকে ।
2. কী কী লাভ মেলে –
জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে, বাড়িতে স্বস্তিকা চিহ্ন থাকলে, বহু ধরনের অসুস্থতা থেকে মুক্তি মেলে । তারফলে ঘরে আসে সুখ-শান্তি। এছাড়াও হলুদ দিয়ে আঁকা স্বস্তিকা চিহ্নই প্রত্যেকের জন্য শুভ। আর এই শুভ শক্তি মানুষের মানসিক শক্তিকে জোগাড় করে এবং পুরনো রোগ থেকে থাকলে তা দাবিয়ে রাখে ।
আরও পড়ুন > এই মন্ত্রটি দিনে দু’বেলা জপ করুন ! উন্নতি থেকে কেউ আটকাতে পারবে না ! জানুন গ্রহ দোষের উপায় …
3.মা লক্ষ্মীর কৃপা-
এই স্বস্তিকা চিহ্ন ঘরে থাকলে মা লক্ষ্মীর কৃপা মেলে । ঘরে নেতিবাচক প্রভাব সরে গিয়ে আসে ইতিবাচক প্রভাব। আর এই ইতিবাচক প্রভাব উন্নতির হাত থেকে কেউ আটকাতে পারে না ।