সাবধান! ঘুমের মধ্যে আসছে এই স্বপ্ন? এ কীসের ইঙ্গিত ? শুভ নাকি অশুভ ?

স্বপ্ন হল জ্যোতিষশাস্ত্রের আরও একটা গুরুত্বপূর্ণ শাখা। স্বপ্নে আমরা যা দেখি, কোনো ক্ষেত্রে তা আমাদের ভবিষ্যতে কী ঘটতে চলেছে, সেই বিষয়ে ইঙ্গিত দিয়ে থাকে। কোনও কোনও স্বপ্ন আমাদের জন্য শুভ ইঙ্গিত দেয় আবার  কোনও কোনও স্বপ্ন আমাদের জন্য অশুভ ইঙ্গিত দিয়ে থাকে। আজ আমরা আলোচনা করতে চলেছি  স্বপ্নে নিজেকে মাংস খেতে দেখলে তা শুভ না অশুভ ইঙ্গিত বহন করে । 

স্বপ্নে ভালো করে রান্না করা সুস্বাদু মাংস খেতে যদি নিজেকে দেখেন, তবে তা শুভ লক্ষণ। স্বপ্নশাস্ত্রে মাংস সৌভাগ্যের ইঙ্গিত বহন করে আনে। স্বপ্নে ভালো করে রান্না করা মাংস খাওয়ার অর্থ হলো আপনি জীবনে উন্নতি করতে চলেছেন । শুধু তাই নয় দীর্ঘদিনের কোনও অসম্পূর্ণ কাজও এর ফলে সম্পন্ন হতে পারে ।

তবে এটাও জেনে রাখুন স্বপ্নে নিজেকে কাঁচা মাংস বা পচা মাংস খেতে দেখা মোটেও শুভ লক্ষণ নয়। তাই এই রকম স্বপ্ন দেখলে এখনই সাবধান হওয়া জরুরি।  

জেনে নিব এই রকম স্বপ্নর ক্ষেত্রে শুভ অশুভর প্রভাব আমাদের ওপর কতটা – 

1.কাঁচা মাংস খেতে দেখলেঃ

আপনি যদি স্বপ্নে নিজেকে কাঁচা মাংস খেতে দেখেন, তাহলে বুঝবেন আপনার সঙ্গে শীঘ্রই খুব খারাপ কিছু ঘটতে চলেছে । বড় কোনও আর্থিক ক্ষতি বা দুর্ঘটনার সংকেত বহন করে আনে এই ধরনের স্বপ্ন।

আরও পড়ুন > ঘরে রাখুন এই ফল ! ৩টি কষ্ট থেকে পাবেন মুক্তি ! থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা

2.পচা মাংস খেতে দেখলেঃ

স্বপ্নে যদি নিজেকে পচা মাংস খেতে দেখেন, তাহলে বুঝতে হবে যে অতীতের কোনও খারাপ স্মৃতি আবার আপনার জীবনে অশুভ ছায়া ফেলতে চলেছে। স্বপ্নে কাঁচা মাংস খেতে দেখার অর্থ হতে পারে যে আপনার কোনও খারাপ কাজের শাস্তি এবার পেতে চলেছেন আপনি।

আরও পড়ুন >  খারাপ নজর থেকে বাঁচতে চান? ১টি উপায়ে মিলবে শনি মহারাজের কৃপা

3.মাংস কাটতে দেখলেঃ

স্বপ্নে নিজেকে মাংস কাটতে দেখলে হবে যে নিজের কোনও জিনিস এবার আপনাকে অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে। এমনকি কোনো ক্ষেত্রে বাড়ির সম্পত্তির ভাগ হতে পারে এমনই  ইঙ্গিত দেয় এই ধরনের স্বপ্ন।

আরও পড়ুন > সাবধান ! বাড়িতে কাকের আগমন? শুভ নাকি অশুভর ইঙ্গিত ?

4.চিকেন খাওয়ার দেখলেঃ

আপনি চিকেন খাওয়ার স্বপ্ন দেখলে বুঝবেন সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ করতে চলেছেন আপনি। চিকেন খাওয়ার স্বপ্নকে শুভ বলে মনে করা হয় স্বপ্নশাস্ত্রে। এর ফলে আপনি কেরিয়ারে বড় কোনও উন্নতি করতে পারেন। এবং যারা ব্যাবসা করেন তাঁরা উপার্জনের নতুন পথ খুজে পাবেন । 

5.পরিবারের সবার সঙ্গে বসে চিকেন খাওয়া দেখলেঃ

পরিবারের সবার সঙ্গে বসে চিকেন খাওয়ার স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনি অনেক টাকা উপার্জন করতে চলেছেন, যে টাকা পরিবারের সবার কাজে লাগবে। এছাড়াও বাড়ির আর্থিক পথ খুলতে থাকে । 

Related Posts

এই ৪ লক্ষণ দেখেই বুঝবেন ! জীবনে খারাপ সময় শেষ হতে চলেছে!
আগামিকাল গণেশ চতুর্থী! কি নিয়মে পুজো করবেন ? জানুন
৩ সেপ্টেম্বর মঙ্গলবারঃ ২দিনে উন্নতি লাভ! করুন এই কাজ! জানুন গ্রহ দোষের প্রতিকার
মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর ? কি করে বুঝবেন ? জানুন….
Bada Mangal 2024 Mantra: বড় মঙ্গলে জপ করুন বজরংবলীর সবচেয়ে শক্তিশালী মন্ত্র, দূর হবে রোগ, শোক, বিপত্তি
সংসারে সুখ ও সমৃদ্ধি নেই ? আগুনের এই ৪ উপায় করলেই বাড়বে ধন-সম্পদ ! মিলবে সুখ ও সমৃদ্ধি!
এবার ভাগ্য ফেরাতে এক গ্লাস দুধই যথেষ্ট! কীভাবে? জানুন …
এবার শুক্রবারই আপনার ভাগ্য বদলাবে ! করুন এই কাজ !
৭ সেপ্টেম্বর শনিবারঃ দূত আসবে টাকা ! করুন এই কাজ ! জানুন গ্রহ দোষের প্রতিকার
Gita Gyan: গীতায় শ্রীকৃষ্ণের এই ৫ উপদেশ নিজের জীবনে কাজে লাগান, দুঃখ-কষ্ট-ব্যর্থতা ছুঁতেও পারবে না আপনাকে