সনাতন ধর্মে পুজোর কাজে নারকেলের ব্যাবহার ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ । যেকোনো শুভ কাজ শুরু করার আগে সেখানে নারকেল ফাটানোর রীতি প্রচলিত আছে । নারকেলকে শুভ শক্তির প্রতীক বলে মনে করা হয় সেই কারণে নারকেল ফাটিয়ে কোনও শুভ কাজ শুরু করলে সেই কাজে সাফল্য পাওয়া যায় বলে সকলে মনে করেন ।
নারকেলে আরও একটি নাম রয়েছে তা হলো শ্রীফল । ফল শ্রী অর্থাৎ লক্ষ্মী প্রদাতা, তাই শ্রীফল পরিচিতি । বাড়িতে নারকেল থাকলে তার পজিটিভ এনার্জিতে সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধির বিকাশ ঘটাতে থাকে।
মা লক্ষ্মীর প্রিয় ফল নারকেলকে বলে মনে করা হয়। যে সংসারে নারকেল থাকে, সেই সংসারে স্বয়ং লক্ষ্মী দেবী অবস্থান করেন বলে সকলে মনে করেন ।সেই কারণে বাড়িতে নারকেল থাকলে সেখানে কোনও আর্থিক সংকট দেখা দেয় না। তাই যদি আপনি আর্থিক সংকটে ভোগেন, তাহলে অবশ্যই বাড়িতে একটি নারকেল নিয়ে আসুন। নারকেলের শুভ প্রভাবে আপনার ভাগ্য পরিবর্তিত হতে পারে।
তবে মনে রাখতে হবে শতাধিক নারকেলের মধ্যে একটি শ্রীফল হয়। নারকেল মাত্রই শুভ। কিন্তু সমস্ত নারকেলের মধ্যে একাক্ষী অর্থাৎ এক চোখ বিশিষ্ট নারকেলকে লক্ষ্মী প্রদানকারী মনে করা হয়।
জেনে নিন ঘরে নারকেল রাখার উপকারিতা
1.আর্থিক সমস্যাঃএকাক্ষী নারকেল আর্থিক সমস্যা দূর করে। যে ঘরে এই নারকেল থাকে সেখানে সুখ সম্পদ অক্ষয় হয়।
2.দাম্পত্য সম্পর্কঃএই নারকেল দাম্পত্য সম্পর্ককে মধুর করে তোলে। যে বাড়িতে এই নারকেল থাকে, সেখানে স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে।
3.গ্রহ দোষঃনবগ্রহের কষ্ট থেকেও মুক্তি দেয় একাক্ষী নারকেল। এর ফলে কোষ্ঠিতে গ্রহ দোষ দূর হয়।
আরও পড়ুন > সাবধান ! বাড়িতে কাকের আগমন? শুভ নাকি অশুভর ইঙ্গিত ?