বাড়িতে গঙ্গাজল আছে ? তাহলে সাবধান ! এই ৪ টি ভুল কিছুতেই করবেন না

হিন্দুধর্মে গঙ্গা নদীকে মায়ের স্থান দেওয়া হয়ে থাকে। সেই কারণে গঙ্গা নদীকে মা গঙ্গা বলা হয়। তবে শাস্ত্র অনুসারে বাড়িতে গঙ্গাজল রাখলে কয়েকটি নিয়ম মেনে চলতে হয় । এই নিয়মগুলি না মানলে অশুভ শক্তির মুখে পড়তে পারেন আপনি।

জেনে নিন বাড়িতে গঙ্গাজল রাখলে কোন কোন কাজ করা যাবে না।

1.অন্ধকারে গঙ্গাজল রাখবেন না

বাড়িতে এমন জায়গায় গঙ্গাজল কিছুতেই রাখবেন না, যেখানে সব সময় অন্ধকার থাকে। গঙ্গাজল হল অত্যন্ত পবিত্র। তাই যেখানে গঙ্গাজল রাখবেন, সেই স্থান ভালো করে পরিস্কার পরিচ্ছন্ন করে রাখুন। নোংরা, অন্ধকার স্থানে গঙ্গাজল রাখবেন না। এর কারণে পবিত্র গঙ্গাজল অপবিত্রর মুখে পরে । 

2.আমিষ খেলে গঙ্গাজল ছোঁবেন না

যেদিন আপনি আমিষ খাবেন, সেদিন ভুল করেও  গঙ্গাজল স্পর্শ করবেন না। শুধু তাই নয় মদ্যপান করলেও গঙ্গাজলে হাত দেওয়া যাবে না। পাশাপাশি যে ঘরে আপনি গঙ্গাজল রাখবেন, সেই ঘরে বসে মদ, মাংস ভুলেও খাবেন না। এই কাজ করলে আপনার পাপ হবে এবং বিভিন্ন গ্রহের অশুভ দশার মুখে পড়তে পারেন আপনি । 

আরও পড়ুন > সাবধান ! ভুলেও এই গাছ বাড়িতে লাগাবেন না ! নেমে আসবে ভীষণ বিপদ

3.ঠাকুর ঘরে গঙ্গাজল রাখুন

গঙ্গাজল রাখার সবথেকে উপযুক্ত স্থান হল ঠাকুর ঘর। ঠাকুর ঘরের উত্তর-পূর্ব দিকে গঙ্গাজল রাখুন। হিন্দুধর্মে যে কোনও শুভ কাজের জন্য উত্তর-পূর্ব দিক সবথেকে উপযুক্ত বলে মনে করা হয়। এই কাজ করলে বাড়ি থেকে অশুভ শক্তি দূর হবে এবং আপনার সংসার শুভ শক্তি ভরে উঠবে। এছাড়াও গঙ্গাজলেরও প্রতিদিন পুজো করা জরুরি। 

আরও পড়ুন > এক চিমটে হলুদে আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলবে ! হলুদের ম্যাজিকে আর্থিক উন্নতি এবং সুখ সম্পদ উপচে পরবে

4.প্লাস্টিক বোতলে গঙ্গাজল রাখবেন না

এখনকার দিনে অনেকেই প্লাস্টিকের বোতল বা ক্যানে গঙ্গাজল ভরে রাখেন। এই কাজ করা একেবারেই উচিত নয়। ভুলেও প্লাস্টিকের পাত্রে গঙ্গাজল রাখবেন না। কারণ প্লাস্টিক হল অশুদ্ধ দ্রব্য। গঙ্গাজল তামা, পিতল, মাটি বা রূপোর পাত্রে রাখতে পারেন। এতে আপনার গঙ্গাজল যেমন পবিত্র থাকবে তেমনি আপনার বাড়িতে শুভ শক্তির বিরাজ থাকবে।

Related Posts

আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ! কিংবা পারিবারিক জীবনে সুখ এবং শান্তি লক্ষ্যে ! এই কাজটি অবশ্যই করুন সফলতা মিলবেই মিলবে । জানুন আজকের গ্রহদোষ...
২৪ অগাস্ট শনিবারঃএই কাজটি করলে ভাগ্যে লক্ষ্মীলাভ নিশ্চিত ! জানুন গ্রহ দোষের প্রতিকার …
সাবধান ! ভুলেও ধার নেবেন না এই ৫ জিনিস ! ছারখার হয়ে যাবে আপনার জীবন !
সাবধান ! ভুলেও দান করবেন না এই ১০ জিনিস, বাড়বে অর্থ সংকট !
এই রথযাত্রায় জগন্নাথদেবের রথের দড়ি একটি বার টানলে কি ফল পাবেন জানুন ???
আর মাত্র 7 দিন পর ? এই একটি রাশিতেই সূর্য অর্থ বর্ষণ করতে চলেছে ? পুরো মাস জুড়ে ভীষণ লাভ হবে।
সাবধান ! ভুলেও এই আঙুলে পরবেন না সোনার আংটি
Astrology Tips: সন্ধেবেলা এই ৩ জিনিস ভুলেও কাউকে দেবেন না, রুষ্ট হবেন মা লক্ষ্মী! দারিদ্র্যে ভরবে জীবন
নিজের রাশি জানেন না ? এবার বিনামুল্যে জানুন আপনার রাশি
এই ৪ লক্ষণ দেখেই বুঝবেন ! জীবনে খারাপ সময় শেষ হতে চলেছে!