প্রায় সকলেই বাড়িতে ঘর সাজাবার জন্য নানান ধরনের গাছ লাগান। এমন অনেক গাছ আছে যেগুলি বাড়িতে লাগালে আর্থিক দিকে উন্নতি হয়। তবে, বাস্তুশাস্তে বলা হয়, এমন অনেক গাছ আছে যেগুলো বাড়িতে লাগালে আপনাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেয় । এছাড়াও পরিবারের সদস্যদের সঙ্গে আপনার নানান অশান্তি এবং নানান বাঁধা বিপত্তি নেমে আসে।
সাবধান ! ভুলেও যে গাছগুলি বাড়িতে একদমই লাগাবেন না , তে জেনে নিন –
1.মেহেন্দি গাছ:
মেহেন্দি গাছ খুবই শুভ বলে মনে করেন অনেকেই, বাস্তুশাস্ত্র অনুসারে, এই গাছটি বাড়িতে লাগানো খুব অশুভ হয়ে থাকে । এই গাছ যদি আপনি বাড়িতে লাগান তাহলে আপনার পরিবারে সকলের সঙ্গে অশান্তির সৃষ্টি হতে থাকবে , ব্যবসায় ক্ষতি হবে। এমন কি আপনার আর্থিক ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
2.ক্যাকটাস গাছ:
ক্যাকটাস গাছ বাড়িতে লাগানো খুব অশুভ। যে কোনও কাঁটাযুক্ত গাছই বাড়িতে লাগানো উচিত নয়। কারণ এটি যদি আপনি বাড়িতে লাগান তাহলে পরিবারের সকলের সঙ্গে অশান্তি যেমন হবে তেমনই আপনার আর্থিক দিকেও নানান ক্ষতি হবে। শুধু তাই নয়, এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বেরিয়ে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। এতে বাড়িতে অশুভ শক্তি বিরাজ করবে ।
3.বনসাই গাছ:
বনসাই গাছ কখনোই নিজের বাড়িতে লাগাবেন না, বাস্তুশাস্ত্রে মনে করা হয়, এই গাছ বাড়িতে লাগালে আর্থিক সঙ্কটের মুখে পরতে পারেন আপনি । এমনকি আপনার হয়ে যাওয়া কাজও আটকে যেতে পারে। এতে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সবথেকে খারাপ, এতে তাদের ব্যবসায় নানা ধরনের ক্ষতি হতে পারে।
4.শুকিয়ে যাওয়া গাছ:
কোনও গাছ আপনার বাড়িতে লাগাবার পর যদি দেখেন গাছটি শুকিয়ে যাচ্ছে, তবে সেই শুকিয়ে যাওয়া গাছ কখনই বাড়িতে রাখবেন না। তাড়াতাড়ি সেই গাছ উপড়ে ফেলবেন, আর যদি না ফেলেন আপনার বাড়িতে নেতিবাচক শক্তি ভরে উঠবে, আর ইতিবাচক শক্তি বিদায় নেবে। পরিবারের মধ্য অশান্তির পরিবেশ তৈরি হবে। তাই ভুলেও এই গাছগুলি কখনোই বাড়িতে লাগাবেন না, আগেই সাবধান হয়ে জান ।
আজ আপনার দিনটি কেমন কাটবে , জানুন > ২১ অগাস্ট বুধবারঃ ৫ রাশির মধ্যে আর্থিক যোগ ! জানুন আজকের রাশিফল…
জানুন আপনার গ্রহ দোষের প্রতিকার > এই মন্ত্রটি পাঠ করুন ! ভাগ্য ৯১% আপনার পক্ষে । জানুন আপনার গ্রহ দোষের উপায়…