খারাপ নজর থেকে বাঁচতে চান? ১টি উপায়ে মিলবে শনি মহারাজের কৃপা

খারাপ নজর থেকে বাঁচতে অনেকেই পায়ের গোড়ালিতে কালো সুতো বেঁধে রাখেন। মনে করা হয় পায়ে কালো সুতো বাঁধা থাকলে রাহু, কেতু ও শনির অশুভ নজর মেটানো সম্ভব হয় । যাঁদের পায়ে কালো সুতো বাঁধা থাকে, তাঁদের সব সংকট থেকে উদ্ধার করেন শনি মহারাজ । 

পায়ে কালো ধাগা যাঁরা বেঁধে রাখেন, তাঁদের উপর তুষ্ট হন শনিদেব। জ্যোতিষ অনুসারে কালো হল শনির প্রিয় রং। এছাড়াও শাস্ত্র অনুসারে আমাদের শরীরের এক একটি অঙ্গে এক একজন দেবতার বাস করেন বলে মনে করা হয় । সেই হিসেবে আমাদের পায়ে বাস করেন শনি দেবতা। এই করণেই অনেকেই শনি মহারাজের আশীর্বাদ  এবং খারাপ নজর বা কোনও ক্ষতিকর প্রভাব এরাতে পায়ে কালো সুতো বেঁধে থাকেন ।  বিশেষ করে ছোট বাচ্চাদের পায়ে কালো সুতো বেঁধে রাখা হয় , কেব্লমাত্র এই কারলেই ।

1.ক্ষতিকর প্রভাব মেটাতে

মনে করা হয় পায়ে কালো সুতো বাঁধা থাকলে শনির দশা, শনির সাড়ে সাতি এবং ক্ষতিকর প্রভাব অনেকটাই কমানো যায়। এর পাশাপাশি কালো সুতোর প্রভাবে দুই অশুভ ছায়া গ্রহ রাহু ও কেতুর ক্ষতিকর প্রভাবও কমানো যায়। এর ফলে বাড়িতে থাকা আর্থিক সংকট দূর হয় । 

আরও পড়ুন > ৫ দিন ভুলেও এটি বানাবেন না? চরম ক্ষতির মুখে পরবেন আপনি

2.কোন দিনে বাঁধবেন 

তবে মনে রাখবেন পায়ে কালো সুতো কেবলমাত্র মঙ্গলবার ও শনিবারেই বাঁধবেন। অন্য কোনও দিনে পায়ে কালো ধাগা বাঁধবেন না।এই দুটি দিনই শনি দেবতার সঙ্গে সম্পর্কযুক্ত। সেই কারণে কেবলমাত্র এই দুই দিনে পায়ে কালো সুতো বাঁধলে শনির আশীর্বাদ লাভ করা যায়। এর ফলে গ্রহরাজের কৃপায় জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায়। মিটে যায় খারাপ নজর । 

আরও পড়ুন > নিজের রাশি জানেন না ? এবার বিনামুল্যে জানুন আপনার রাশি

3.বাঁধার সঠিক নিয়ম 

পুরুষরা নিজেদের ডান পায়ে কালো সুতো বাঁধুন এবং মহিলারা নিজেদের বাঁ পায়ের গোড়ালিতে কালো সুতো বাঁধতে পারেন। এর ফলে অশুভ প্রভাব দূর হয়ে জীবনে ফিরবে সুখ ও শান্তি। আপনার জীবনে বিরাজ করবে শুভ শক্তি । 

4.কারা এটি বাঁধবেন না 

মেষ ও বৃশ্চিক রাশির জাতকরা ভুলেও পায়ে কালো সুতো বাঁধবেন না। কারণ এই দুই রাশির গ্রহ অধিপতি হল মঙ্গল । মঙ্গল দেব কালো রং অপছন্দ করেন। তাই এই দুই রাশির জাতকরা পায়ে কালো সুতো বাঁধলে মঙ্গলের রোষের মুখে পড়তে পারেন এবং নেমে আসবে আপনার জীবনে অশুভ শক্তি ।

Related Posts

আজ শিক্ষক দিবসে জানুন গীতার ৬ অমূল্য শিক্ষা , যা বদলে দেবে আপনার জীবন
ধনী হতে চান ? তাহলে ফিটকিরির এই ৫টি প্রতিকার আপনার জন্য…
আপনি কি আর্থিক সংকটে ভুগছেন ? আপনার টাকার অভাব মেটাতে এই কাজটি করুন !
সময়টি 30 শে জুলাই পর্যন্ত ? দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে এই 3টি রাশির জন্য ! জানুন …
২৪ অগাস্ট শনিবারঃএই কাজটি করলে ভাগ্যে লক্ষ্মীলাভ নিশ্চিত ! জানুন গ্রহ দোষের প্রতিকার …
এবার তুলসী পাতা আপনার ভাগ্য বদলে দেবে ? কোন দিন ? কি কাজ করলেই ভাগ্য বদলে যাবে ? জানুন …
২ সেপ্টেম্বর সোমবারঃ কৌশিকী অমাবস্যায় ভাগ্যের চাকা ঘুরবে এই ৪ রাশির! জানুন আজকের রাশিফল
আজ কি আছে আপনার ভাগ্যে ? বাড়ি-গাড়ি কেনার এটাই সুযোগ ! জানুন আজকের রাশিফাল…
বাড়িতে গঙ্গাজল আছে ? তাহলে সাবধান ! এই ৪ টি ভুল কিছুতেই করবেন না
১oটি বাস্তু টিপস ! যা খুলে দেবে ভাগ্যের দরজা