অনেক সময় আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায় কারণ সংসারের খরচ চালাতে বা আচমকা এসে পড়া কোনও খরচ সামলাতে গিয়ে টাকা ধার করতে হয় আমাদের । একটা ঋণ শোধ করতে আবার নতুন করে ঋণ নিতে হয় আমাদের । এই ভাবেই ঋণের জালে ধীরে ধীরে জড়িয়ে পড়তে হয় আমাদের।
জেনে নিন ঋণ থেকে মুক্তির উপায়
টাকা ধার নিলে তা যেমন আমাদের উপর মানসিক চাপ সৃষ্টি করে, তেমনই সমাজে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করে সম্মান হানি করে।
জ্যোতিষ শাস্ত্র আনুসারে বিভিন্ন গাছের টোটকার কথা উল্লেখ আছে। এই টোটকাগুলি প্রয়গ করলে ঋণের জাল থেকে মুক্তি পাওয়া সম্ভব। তেমনই অর্জুন গাছের ছাল ব্যবহার করে ঋণের জাল থেকে নিজেকে উদ্ধার করা সম্ভব।
আরও পড়ুন > এই টোটকা দারুণ কার্যকরী ! রাতারাতি বদলে যাবে আপনার ভাগ্য
অর্জুন গাছের ছাল ব্যবহার করে ঋণমুক্তির উপায় জেনে নিন
1.অর্জুন গাছের ছাল একটি লাল কাপড়ে মুড়ে তা ঘরে ঠাকুরের আসনে মা লক্ষ্মীর কাছে নিবেদন করুন এবং পুজোর পরে সেই লাল কাপড়ে মোড়া অর্জুন গাছের ছাল নদীর জলে ভাসিয়ে দিন। এর ফলে আপনি সব ধরনের ঋণ থেকে মুক্তি পাবেন।
2.অর্জুন গাছের ছালে লাল চন্দনের ফোঁটা দিন। তারপর এটি লাল কাপড়ে মুড়ে বাড়ির আলমারি বা লকারে রেখে দিন। এর ফলে যেমন আপনি ঋণের জাল থেকে মুক্তি পাবেন, তেমনই আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং আর্থিক উন্নতি হবে ।
3.সন্ধেবেলা অর্জুন গাছের ছাল ও এক টুকরো কর্পূর একসঙ্গে জ্বালিয়ে দিন। এর ফলে বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি দূর হবে এবং ঋণের জাল থেকে মুক্তি পাবেন আপনি।
4.ব্যবসায়ীরা যদি ব্যবসার কারণে বারবার ক্ষতির মুখে পড়েন, তাহলে অর্জুন গাছের ছাল লাল কাপড়ে মুড়িয়ে নিজের গলায় বেঁধে রাখুন। এর ফলে আপনি ব্যবসায় ভীষণ ভাবে লাভ করবেন এবং সব ধরনের ক্ষতির থেকে নিজেকে বাঁচাতে পারবেন।
আরও পড়ুন > সাবধান! ঘুমের মধ্যে আসছে এই স্বপ্ন? এ কীসের ইঙ্গিত ? শুভ নাকি অশুভ ?