টাকার সমস্যা ! …কিছুতেই মিটছে না টানাটানি ! মাত্র ৭টা শুকনো লঙ্কা দিয়ে করুন এই কাজ…সফলতা মিলবেই মিলবে ।
যে কাজটি করলে আপনি আপনার আর্থিক সংকট মেটাতে পারবেন , তা জেনে নিন –
1.ব্যবসা ঠিকঠাক না চললে:
ব্যবসা ঠিকঠাক না চললে তিনটি মাটির প্রদীপ নিন, তাতে হলুদ সরষে, তিল, নুন এবং গোটা ধনে রাখুন ৷ এরপর তাতে শুকনো লঙ্কা দিয়ে প্রদীপ জ্বালিয়ে কর্মস্থলে আরতি করুন ৷কয়েকদিনের মধ্যেই উপার্জন বাড়ার সম্ভাবনা তৈরি হবে ৷
2.চাকরিতে অসফল হলে:
দীর্ঘদিন চাকরির ইন্টারভিউয়ে অসফল হলে পরবর্তী ইন্টারভিউয়ে বেরনোর সময় বাড়ির চৌকাঠের ঠিক বাইরে ৫টি শুকনো লঙ্কা রাখুন ৷ তারপর সেগুলি মারিয়ে বের হোন৷ এটি আপনাকে তাৎক্ষণিক সাফল্য এনে দিতে পারে ৷
3.শ্ত্রুদের দমন করতে:
শত্রুদের হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে হলে ৭টি শুকনো লঙ্কা একটি কাপড়ে বেঁধে পুঁটলিটি বাড়ির বাইরে ঝুলিয়ে রাখুন ৷
4.অর্থকষ্টে ভুগলে:
দীর্ঘদিন ধরে অর্থকষ্টে ভুগলে, কোথাও টাকা আটকে থাকলে ৭টি শুকনো লঙ্কার এই প্রতিকার কাজে আসতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ৷ এক্ষেত্রে, একটি লাল কাপড়ে ৭টি শুকনো লঙ্কা বেঁধে নিজের সঙ্গে রাখতে হবে আপনাকে৷ সাতদিন পরে পরিবর্তন করুন কাপড়৷ আটকে টাকা থাকা হাতে আসবে, দূর হবে অর্থকষ্ট৷
5.দীর্ঘদিনের গুরুতর সমস্যা:
যদি কোনও গুরুতর সমস্যায় ফেঁসে থাকেন, তাহলে রাতে একটি পাত্রে শুদ্ধ জল নিয়ে তাতে ২১টি শুকনো লঙ্কার বীজ রাখুন ৷ তারপর পাত্রটি মাথার কাছে রেখে দিন সারা রাত ৷ তারপর সকালে পাত্রটি মাথার চারপাশে বাঁদিক ধরে ৭বার ঘুরিয়ে পাত্রে রাখা জল বাইরে ফেলে দিন ৷ এতে সমস্ত সমস্যার সমাধান হয় বলে মনে করা হয় ৷
6.কুনজর লেগে থাকলে:
যদি পরিবারের কোনও শিশুর বা সদস্যের কুনজর লেগে থাকে তবে মুঠোয় ৭টি শুকনো লঙ্কা নিয়ে তার মাথার চারপাশে সাতবার সোজা ও সাতবার উল্টোভাবে ঘুরিয়ে পুড়িয়ে ফেলুন ৷ এতে কুনজর থেকে রক্ষা পাওয়া সম্ভব ৷