জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে আপনি চাইলে গুড়ের সাহায্যে নিজের ভাগ্যও পরিবর্তন করতে পারেন। বিয়ের পথে বাধা থাকলে অথবা বারবার চেষ্টা করেও যদি চাকরি না পাওয়া যা, তাহলে ছোট্ট এক টুকরো গুড় আপনার সব সমস্যার সমাধান করতে পারে।
জেনে নিন গুড় কী ভাবে জীবনে সাফল্য নিয়ে আসতে পারে-
1.সূর্যের শুভ প্রভাবঃ
Table of Contents
যদি আপনার কোষ্ঠীতে সূর্য দুর্বল হয়ে থাকে, তাহলে রোজ সকালে এক টুকরো গুড় জলের সঙ্গে খেলে আপনি ভীষণ ভাবে উপকার পাবেন। এর সঙ্গে ৮০০ গ্রাম গম ও ৮০০ গ্রাম গুড় কোনও মন্দিরে দান করুন। কোনও রবিবার থেকে শুরু করে টানা আট দিন ধরে এই কাজ করতে হবে। এর ফলে কোষ্ঠীতে সূর্যস্থ উচ্চস্থ স্খানে আসবে , যার কারণে আপনার মধ্যে সূর্যের শুভ প্রভাব বিরাজ করবে ।
আরও পড়ুন > কবে পড়েছে জন্মাষ্টমী? ২৬ নাকি ২৭ অগস্ট? কখনই বা করবেন গোপালের পূজা ? জানুন জন্মাষ্টমীর সময় সূচি…
2.আর্থিক পরিস্থিতি ভালো করতেঃ
আপনার আর্থিক অবস্থা যদি ক্রমাগত দুর্বল হয়ে পড়েতে থাকে , তাহলে তার থেকে মুক্তি পেতে গুড় আপনার জন্য ভীষণ ভাবে উপকারী হবে। এর জন্য ছোট একটা গুড় ও একটা কয়েন এক টুকরো লাল কাপড়ে বেঁধে নিন। এরপর এটি মা লক্ষ্মীর আসনের সামনে রেখে দিন। তার সঙ্গে প্রতিদিন লক্ষ্মীর পুজো করুন, এভাবে চার দিন পুজো করার পর পঞ্চম দিনে দেবী দুর্গার আরাধনা করুনএবং তারপর এই কাপড়ের পুঁটলিটা তুলে নিয়ে আলমারি বা লকারে যেখানে টাকা রাখেন, সেখানে রেখে দিন। এই কাজটি প্রয়োগ করলে আপনার আর্থিক সমস্যা দূর হবে ।
আরও পড়ুন > ঘুম থেকে উঠে ভুলেও করবেন না এই কাজ ! নামবে ঘোর বিপদ
3.ঋণের বোঝা থেকে মুক্তি পেতেঃ
যদি আপনার উপর ঋণের বোঝা বাড়ছে , তাহলে সাত টুকরো হলুদ ও এক টুকরো গুড় হলুদ কাপড়ে বেঁধে নিন। এই কাপড়ের পুঁটলি যেখানে টাকা রাখেন, সেখানে রেখে দিন। ২১ দিন পর এটি বের করে এনে সবকিছু জলে ভাসিয়ে দিন। এই কাজটি প্রয়োগ করলে ঋণের থেকে মুক্তি পাবেন।
4.বিয়েতে বাধা দূর করতে
যদি বিয়েতে বারবার বাধা আসে, তাহলে সমস্যা মুক্তির উপায় হতে পারে গুড়। এই সমস্যার সমাধান করতে একটু গুড়, ঘি, হলুদ ও ময়দা একসঙ্গে মেখে একটা বল তৈরি করুন এবং এরপর এই বলটা কোনও গরুকে খাইয়ে দিন এবং টানা সাত এই কাজ করলে বিয়ের বাঁধা দূর হবে ।
আজ কেমন কাটবে আপনার দিন ? আরও পড়ুন > ২৩ অগাস্ট শুক্রবারঃ এই ৪ রাশির বাড়ি-গাড়ি কেনার সুযোগ ! জানুন আজকের রাশিফল…
গ্রহ দোষের প্রতিকার জানুন > ২৩ অগাস্ট শুক্রবারঃ ১১ বার জপ করুন মন্ত্র ! মিলবে প্রচুর টাকা ! জানুন গ্রহ দোষের প্রতিকার