হিন্দু ধর্মেও এই পাখির বিশেষ গুরুত্ব রয়েছে। কাককে যমের দূত বলেও মনে করা হয়। আবার শনি দেবতার বাহনও হল কাক।মনে করা হয়, কোথাও খারাপ কিছু ঘটার আগে কাক তার বার্তা বহন করে। কাক সম্পর্কে অনেক ধারণাও প্রচলিত রয়েছে।
জেনে নিন কাক সম্পর্কে কী ধারণা প্রচলিত রয়েছে-
1. অতিথি আগমনঃ
কোনও কাক যদি আপনার বাড়ির বারান্দায় বসে জোরে জোরে ডাকতে থাকে, তাহলে এটা ভেবে নিন আপনার বাড়িতে অতিথি আগমন হতে চলেছে।
আরও পড়ুন > খারাপ নজর থেকে বাঁচতে চান? ১টি উপায়ে মিলবে শনি মহারাজের কৃপা
2.শুভ সংকেতঃ
শাস্ত্র অনুসারে যদি দুপুরবেলা বাড়ির উত্তর দিকে বসে কাক ডাকতে শুরু করে তাহলে সেটা শুভ। তেমনি একই ভাবে বাড়ির পূর্ব দিকে বসে কাক ডাকলে ভালো কিছু ঘটতে চলেছে বলে মনে করে বহু মানুষ ।
3.সাফল্যের সুযোগঃ
আপনি কোনও কাজে কিংবা কোথাও ঘুরতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোচ্ছেন, সেই সময় কোনও কাক এসে যদি জানালা বা বারান্দায় বসে ডাকতে থাকে, এই সংকেতটি শুভ , আপনাকে বুঝতে হবে আপনি যে কাজে যাচ্ছেন, তাতে সাফল্যের সুযোগ বেশী ।
আরও পড়ুন > বাড়িতে গঙ্গাজল আছে ? তাহলে সাবধান ! এই ৪ টি ভুল কিছুতেই করবেন না
4.অশুভ প্রতীকঃ
যদি আপনার বাড়ির ব্যালকলিতে একসঙ্গে অনেকগুলো কাক এসে ডাকাডাকি শুরু করে, তাহলে অশুভ প্রতীক বলে মনে করা হয়। এই কাক আপনাকে সতর্ক করতে চাইছে , কারণ আপনার সঙ্গে যে কোনো খারাপ কিছু ঘটতে চলেছে। কিংবা এমনও হতে পারে আপনার পরিবারের কেউ কোনও বড় সমস্যায় জড়িয়ে পড়তে পারেন ।
5.পিতৃদোষের কবলেঃ
যদি বাড়ির দক্ষিণ দিকে বসে কোনও কাক ডাকাডাকি করে, তাহলে এটি অশুভ লক্ষণ। এর মানে আপনার প্রয়াত পূর্বপুরুষরা আপনার উপর খুশি নন এবং আপনি পিতৃদোষের কবলে পড়তে পারেন।
আরও পড়ুন > সাবধান ! ভুলেও এই গাছ বাড়িতে লাগাবেন না ! নেমে আসবে ভীষণ বিপদ
6.ইচ্ছে পূরণঃ
ধরুন আপনি কাককে রুটির টুকরো মুখে নিয়ে উড়ে যেতে দেখলে , তাহলে বুঝবেন যে আপনার মনের কোনও বড় ইচ্ছে পূরণ হতে চলেছে।
7.অর্থ সংকট থেকে মুক্তিঃ
শাস্ত্র অনুসারে কাককে জল খেতে দেখা খুবই শুভ লক্ষণ। এরকম দেখলে বুঝবেন যে আপনার অর্থলাভ হতে চলেছে। কোনও কাজে বেরনোর আগে কাককে জল খেতে দেখলে বুঝবেন যে আপনি নিজের কাজে সফল হবেন। এমন কি অর্থসংকট নিয়ে চিন্তা দূর হবে ।