সনাতন ধর্মে পাপ ও পূণ্য সম্পর্কে বিস্তারিত ভাবে উল্লেখ করা আছে। কোন কোন কাজ করলে পূণ্যলাভ হয় এবং কোন কোন কাজ করলে পাপ হয়, তা শাস্ত্রে বিস্তারিত ভাবে বলা আছে। আমাদের সমাজে প্রচলিত আছে গুরুজনের গাঁয়ে পা লাগলে সেটা অশ্রদ্ধা বলে মনে করা হয় , এমনই আরও কিছু বিষয় আছে যেখানে পা লাগা মোটেই শুভ নয় ।
জেনে নিন কোন কোন জিনিসের গায়ে ভুলেও পা দেওয়া উচিত নয়-
1.শঙ্খঃ
আমরা পৃথিবীর উপর পা রেখে চলাফেরা করি। কিন্তু মাটিকে ধরিত্রী মায়ের সম্মান দেওয়া হয়ে থাকে। হিন্দুধর্মে শঙ্ক অত্যন্ত পবিত্র। এর মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন । তাই ভুলেও শঙ্খে কখনোও পা দেবেন না। শাঁখের গায়ে পা পড়ে গেলে এর ফলে আপনার বড় আর্থিক ক্ষতি সংকেত দেখা দিতে পারে ।
আরও পড়ুন > কবে পড়েছে জন্মাষ্টমী? ২৬ নাকি ২৭ অগস্ট? কখনই বা করবেন গোপালের পূজা ? জানুন জন্মাষ্টমীর সময় সূচি…
2.গরুঃ
সনাতন ধর্মে গরুকে গোমাতা বলা হিসেবে ধরা হয় । তাই কখনও ভুলেও গরুর গায়ে পা লাগাবেন না। গরুর গায়ে পা দিলে তার ফলে যে পাপ হয়, তাতে আমাদের বুদ্ধিনাশ ঘটবে।
3.ঝাঁটাঃ
ঝাঁটা দিয়ে আমরা ঘর পরিষ্কার করি। কিন্তু ঝাঁটায় মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয়ে থাকে । সেই কারণে ধনতেরসে সোনা রূপোর সঙ্গে অনেকেই ঝাঁটা কিনে থাকেন । ঝাঁটা দিয়ে ঘর ঝাঁর দেওয়া হলেও ঝাঁটায় যেন ভুলেও পা না লাগলে। ঝাঁটায় পা লাগলে মা লক্ষ্মী কূপিতা এবং এর ফলে দারিদ্র ও অশান্তি সংসারের নিত্যসঙ্গী হয়ে ওঠে। বাড়িতে ছোট্ট ছোট্ট বিষয় বড় হয়ে ওঠে ।
আরও পড়ুন > ঘুম থেকে উঠে ভুলেও করবেন না এই কাজ ! নামবে ঘোর বিপদ
4.তামার বাসনঃ
হিন্দু ধর্ম অনুসারে তামা হল সূর্যের প্রতীক তাই তামার বাসন পুজোর কাজে যেমন ব্যবহার করা হয় তেমনই তামাকে অত্যন্ত শুভ ধাতু বলে মনে করা হয়ে থাকে । ভুলেও কখনও তামার সামগ্রীর গায়ে পা লাগাবেন না। তামায় পা লাগলে কোষ্ঠীতে চাঁদ দুর্বল হয়ে যায়। এতে বিপদ ডেকে আনে বাড়িতে ।
5.তুলসীঃ
হিন্দুধর্মে তুলসী পাতাকে মা লক্ষ্মীর সমান মর্যাদা দেওয়া হয়। তুলসী হলেন শ্রীবিষ্ণুর পত্নী। তাই হিন্দু বাড়িতে প্রতিদিন তুলসী পুজো করার রীতি প্রচলিত আছে। ভুলেও কোনও দিনও তুলসী পাতায় পা লাগাবেন না। তুলসী পাতায় পা লাগলে আপনাকে প্রচণ্ড পাপের ভাগী হতে হবে। শুধু তাই নয় একের পর এক সমস্যার মুখে পরবেন আপনি ।
আরও পড়ুন > বাড়িতে গঙ্গাজল আছে ? তাহলে সাবধান ! এই ৪ টি ভুল কিছুতেই করবেন না
6.খাদ্য ও পানীয়ঃ
খাদ্য ও পানীয় ছাড়া কোনও প্রাণীর পক্ষে বেঁচে থাকা অসম্ভব। যেহেতু খাদ্য ও পানীয়ের সাহায্যেই আমরা বেঁচে থাকি। হিন্দুধর্মে খাবারকে মা অন্নপূর্ণা বলে মনে করা হয়ে থাকে। খাবার বা পানীয়তে যদি পা লাগে তবে এর ফলে মা অন্নপূর্ণাকে অশ্রদ্ধা জানানো হবে এই কারণেই ভুলেও খাবারের গায়ে যেন পা না লাগে । আর এমনই ভুল করলে আপনি অন্নর কষ্টে ভুগবেন ।
আরও পড়ুন > ঋণের বোঝা বাড়ছে ? পাবেন মুক্তি ! ৪টি সমস্যা মেটাবে এই জিনিস
7.টাকাঃ
টাকা হল স্বয়ং মা লক্ষ্মীর রূপ। টাকায় পা লাগলে আপনার উপর রুষ্ট হয়ে বিদায় নেবেন মা লক্ষ্মী। হবে আপনার আর্থিক সংকট ।
8.পুজোর সামগ্রীঃ
পুজোর সামগ্রীতে পা লাগলে এর ফলে যে পাপ হয়, তাতে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। বাড়িতে নেমে আসবে চিন্তার ভার । তাই ভুলেও কখনও পুজোর সামগ্রীতে পা দেবেন না।