চন্দনের কার্যকারী টোটকা ! চাকরি কিংবা ব্যবসা উভয় উন্নতি !

পূজার্চনায় ব্যবহার করা নানান সামগ্রীর মধ্যে অন্যতম হল চন্দন। চন্দন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 

জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দনের এমন কিছু টোটকা রয়েছে, যা আমাদের জীবনের নানান রকম সমস্যার সমাধান মেটাতে পারে । লাল চন্দন এবং সাদা চন্দন দু’ধরনের চন্দন দিয়েই করা যায় নানা টোটকা। আসুন জেনে নেওয়া যাক চন্দনের কার্যকারী ৯ টি উপায় – 

1.বিবাহে বাঁধাঃ বিবাহে বাঁধা হচ্ছে? তাহলে একটি সাদা চন্দনের টুকরো নিন এবং এই টুকরো পাত্র বা পাত্রীর হাতে দিয়ে তার পর দেখাশোনার জন্য বসান। সমস্যা দূর হবে।

2.নানান সমস্যাঃ সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোওয়ার সময় হাতে একটু চন্দন কাঠ ঘষে হাত ধুয়ে নিন। এতে জীবনের নানা সমস্যার সমাধান হবে খুব দ্রুত।

আরও পড়ুন > সাবধান! ঘুমের মধ্যে আসছে এই স্বপ্ন? এ কীসের ইঙ্গিত ? শুভ নাকি অশুভ ?

3.সঙ্কট দূরঃ প্রতি রবিবার সকালে স্নান করে কপালে লাল চন্দনের তিলক আঁকুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে  চন্দনের তিলক লাগালে ব্যক্তির ওপর থেকে সব ধ্রনের সঙ্কট দূর হয়।

4.লেখাপড়ায় অমনোযোগঃ আপনার সন্তানের লেখাপড়ায় একেবারেই মনোযোগ নেই? তবে  সাদা চন্দন, কিছুটা কেশর এবং হলুদ রঙের ফুল দিয়ে দেবী সরস্বতীর পুজো করুন। কুব ভাল ফলাফল পাবেন আপনি । 

আরও পড়ুন > ঘরে রাখুন এই ফল ! ৩টি কষ্ট থেকে পাবেন মুক্তি ! থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা

5.বাইরে যাওয়ার আগেঃ কোনও গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাওয়ার সময় কপালে চন্দনের ফোঁটা লাগিয়ে নিন । এর ফলে যে কাজে আপনি যাবেন, সেই কাজে সাফল্য আসবে।

6.বাস্তু দোষঃ লাল চন্দনের গুঁড়ো, অশ্বগন্ধা এবং কর্পুর একসঙ্গে ঘরের ভিতরে জ্বালান। এতে করে বাস্তু দোষ থেকে মুক্তি মিলবে।

7.ব্যবসায় উন্নতিঃ গঙ্গা জলের মধ্যে হলুদ, লাল চন্দনের গুঁড়ো বা বাটা মিশিয়ে ব্যবসার জায়গায় ছিটিয়ে দিন। এর ফলে আপনার ব্যবসায় উন্নতি হবে দ্রুত।

আরও পড়ুন > সাবধান ! বাড়িতে কাকের আগমন? শুভ নাকি অশুভর ইঙ্গিত ?

8.বিপদ থেকে রক্ষাঃ বিপদ থেকে রক্ষা পেতে লাল চন্দনের টুকরো মা কালীর চরণে রেখে আসুন। পরের দিন সেই চন্দন কাঠটা বাড়িতে এনে শুদ্ধ জায়গায় রেখে দিন।

9.আর্থিক সমস্যাঃ বৃহস্পতিবার লাল চন্দন, লাল গোলাপ এবং রোলী একসঙ্গে মা লক্ষ্মীর চরণে রাখুন এবং পরের দিন সেই জিনিস গুলো আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন। এর ফলে আপনার আর্থিক সমস্যা দূর হবে।

Related Posts

সাবধান! ঘুমের মধ্যে আসছে এই স্বপ্ন? এ কীসের ইঙ্গিত ? শুভ নাকি অশুভ ?
সংসারে সুখ ও সমৃদ্ধি নেই ? আগুনের এই ৪ উপায় করলেই বাড়বে ধন-সম্পদ ! মিলবে সুখ ও সমৃদ্ধি!
৭ সেপ্টেম্বর শনিবারঃ জানলে চমকে উঠবেন আপনিও ? জানুন আজকের রাশিফল
মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর ? কি করে বুঝবেন ? জানুন….
২৪ অগাস্ট শনিবারঃ এই ৪ রাশি কোটিপতি হবেন ! জানুন আজকের রাশিফল …
৪ সেপ্টেম্বর বুধবারঃ বিপদ বাড়বে ২ রাশির! জানুন আজকের রাশিফল…
২৭ অগাস্ট মঙ্গলবারঃ এই ৪ রাশির ভাগ্যে সোনার চমক! জানুন আজকের রাশিফল …
৩০ অগাস্ট শুক্রবারঃ অসুস্থ রোগীদের জন্য সেরা উপায় ! জানুন গ্রহ দোষের প্রতিকার
আজ শিক্ষক দিবসে জানুন গীতার ৬ অমূল্য শিক্ষা , যা বদলে দেবে আপনার জীবন
২৫ অগাস্ট রবিবারঃ পাবেন বাঁধা-বিপত্তি থেকে মুক্তি ! এই ৩টি কাজ করুন । জানুন গ্রহ দোষের প্রতিকার …