হিন্দুধর্ম অনুসারে মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী। মনে করা হয় যেখানে মা লক্ষ্মী অবস্থান করেন, সেই সংসারে কোনও কিছুর অভাব থাকে না। আমরা প্রত্যেকই চাই ঘরে যেন সম্পদে পরিপূর্ণ হয়ে ওঠে। কিন্তু যদি সেই সংসারে মা লক্ষ্মী অধিষ্ঠান না করেন, সেখানে হাজার চেষ্টা করেও সাফল্য লাভ করা যায় না।
জেনে নিন কোন কোন ঘটনা সংসারে মা লক্ষ্মীর আগমেনর ইঙ্গিত বহন করে –
1.বাড়ির মেঝেতে পিঁপড়ে:
বাড়ির মেঝেতে যদি সারি বদ্ধ ভাবে কালো পিঁপড়ে উঠে আসতে দেখেন, তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও কালো পিঁপড়ের মুখে চিনির দানা নিয়ে গেলে, এটাও অত্যন্ত শুভ।
2.পাখি বাসা:
যদি আপনার ঘরে কিংবা বাড়ির বাগানে কোনও পাখি বাসা বেঁধে থাকে, তাহলে বুঝবেন মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে। তবে এই বাসা ভেঙে দিলে বা যে গাছে পাখি বাসা করেছে, সেই গাছ কেটে দিলে অশুভ ফল পেতে পারেন আপনি ।
3.তিনটে টিকটিকি:
যদি বাড়িতে একই জায়গায় একসঙ্গে তিনটে টিকটিকি দেখে থাকেন ,তবে সেটা অত্যন্ত শুভ বলে মনে করা ।
4.তুলসী গাছে টিকটিকি:
মনে রাখবেন তুলসী গাছের আশপাশে অনেকগুলো টিকটিকি থাকা মোটেও শুভ নয়।
5.ডান হাতের তালু:
যদি আপনার ডান হাতের তালু চুলকতেথাকে , তাহলে বুঝবেন অর্থাগম হতে চলেছে।
6.স্বপ্নে:
যদি স্বপ্নে ঝাঁটা, পেঁচা, কলসী, বাঁশি, হাতি, শাঁখ, টিকটিকি, তারা, সাপ বা গোলাপ ফুল দেখে থাকেন , তাহলে বুঝবেন মা লক্ষ্মীর দয়ায় শিগগিরই প্রচুর অর্থলাভ হতে চলেছে আপনার।