যেকোনো কাজ করার আগে জ্যোতিষশাস্ত্রের ওপর ভরসা রেখেই পদক্ষেপ নেন বহু মানুষ । হাতের রেখা, কিংবা রাশিফল , জন্ম তারিখের মাধ্যমে যেভাবে একজন ব্যক্তির ভবিষ্যৎ বলে দেওয়া যায় ঠিক তেমনই একজন ব্যক্তির নামের প্রথম অক্ষর থেকেও আর্থিক অবস্থা , কর্মজীবন, এবং ব্যক্তিত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য জানা সম্ভব। এক্ষেত্রে নামের প্রথম অক্ষরের ওপর ভিত্তি করে মানুষের আচরণ, ব্যক্তিত্ব, কর্মজীবন ইত্যাদি সম্পর্কে তথ্য ব্যাখ্যা করা যেতে পারে ।
আজ দু’টি অক্ষর রয়েছে যেগুলি দিয়ে নাম শুরু হলে জীবনে দুর্দান্ত সাফল্য পাওয়া যায়। শুধু তাই নয় এই নামের ব্যক্তিরা জীবনে প্রচুর অর্থও উপার্জন করতে সক্ষম । হাতে আসবে প্রচুর টাকা । তবে জেনে নেওয়া যাক সেই অক্ষর গুলি –
1.T অক্ষর দিয়ে শুরু হওয়া নামঃ
যাঁদের নাম T অক্ষর দিয়ে শুরু হয় তাঁরা কর্মজীবন এবং আর্থিক অবস্থার ক্ষেত্রে খুব ভাগ্যবান হয়ে থাকেন । কর্মজীবনে এই ব্যক্তিরা উচ্চপদও অর্জন করেন এছাড়াও এই ব্যক্তিরা প্রচুর অর্থ উপার্জন করে থাকেন। পাশাপাশি, এই অক্ষর দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিগুলি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং তাঁরা নতুন নতুন মানুষের সাথে দেখা এবং কথা বলতে পছন্দ করেন। যদিও, তাঁদের প্রেমের জীবন খুব একটা ভালো হয় কিন্তু এরা ভ্রমণ করতে ভালোবাসেন ।
আরও পড়ুন > চাকরি মিলছে না? ৩ সহজ উপায়ে মিলবে চাকরি
2.Y অক্ষর দিয়ে শুরু হওয়া নামঃ
Y অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয় তাঁরাও হন ভাগ্যবান। ওই ব্যক্তিরা যেমন আত্মবিশ্বাসী তেমনই তাঁরা নিজের কাজ নিজেই করতে পছন্দ করেন এবং অন্যের সাহায্য নেওয়া বিষয়টি তাঁরা এড়িয়ে চলেন , এই জন্যই কর্মজীবনেও এরা দুর্দান্ত সাফল্য অর্জন করেন। তাঁরা কখনোই আর্থিক সঙ্কটের সম্মুখীন হন না। তবে, প্রেমে বাধার সম্মুখীন হতে হয় এই ব্যক্তিদের । তবে এটাও সত্য বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা তাঁদের পছন্দের মানুষকে বিয়ে করতে পারেন না।এই জন্য তাঁরা কোনো একটা সময় প্রেম-ভালোবাসা সংক্রান্ত বিষয়ে ভীষণ ভাবে ভেঙে পরে ।
আরও পড়ুন > ঋণের বোঝা বাড়ছে ? এই ৪ টি উপায়ে ঋণ থেকে পাবেন মুক্তি