ঘুম থেকে উঠে ভুলেও করবেন না এই কাজ ! নামবে ঘোর বিপদ

আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠে প্রথম যে কাজ করি, তা হল আয়নায় নিজের মুখ দেখা।  জ্যোতিষশাস্ত্র বলছে যে এই অভ্যেস মোটেও সঠিক নয়। সকালে ঘুম ভেঙেই আয়নার মুখ দেখলে নানান বিপদ আসতে পারে আপনার জীবনে ।

জেনে নিন সকালে ঘুম থেকে উঠেই আয়নায় মুখ দেখা কেন উচিত নয় – 

1.রাতে আয়নার নেগেটিভ এনার্জিঃ 

বাস্তু শাস্ত্র অনুসারে যখন আমরা রাতে ঘুমোই, সেই সময় আয়না ঘিরে একটা নেগেটিভ এনার্জি কাজ করতে থাকে । এই জন্যই শোওয়ার ঘরে আয়না রাখতে নিষেধ করা হয়। সারা রাত এই নেগেটিভ এনার্জি আয়নায় আটকে থাকে। সকালে ঘুম থেকে উঠে আমরা সবার আগে আয়নার দিকে তাকালে সেই নেগেটিভ এনার্জির প্রভাব আমাদের উপর পড়তে থাকে। এর ফলে আমাদের নিজেদের অত্যন্ত ক্লান্ত ও খিটখিটে লাগে। কোনো কাজ থেকে মনযোগ উঠে যায় ।

আরও পড়ুন > সাবধান ! ভুলেও এই গাছ বাড়িতে লাগাবেন না ! নেমে আসবে ভীষণ বিপদ

2.নানা সমস্যা বাড়েঃ

সকালে ঘুম থেকে উঠেই আয়নার দিকে তাকালে আমাদের মন খিটখিটে ও অধৈর্য্য হয়ে যায়। শুধু তাই নয় সকালে আয়না দেখলে আমাদের মুখে ব্রন, বলিরেখা, দাগছোপের সমস্যা বাড়ে। এর ফলে আমাদের আত্মবিশ্বাস কমে যায়। এবং শুধু আয়না দেখা নয়, বাস্তু অনুসারে সকালে নিজের ছায়া দেখাও অশুভ। কারণ বাড়িতে নেগেটিভ এনার্জি বিরাজ করে । 

আরও পড়ুন > এক চিমটে হলুদে আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলবে ! হলুদের ম্যাজিকে আর্থিক উন্নতি এবং সুখ সম্পদ উপচে পরবে

3.নিজের মনের বিশ্বাসঃ

সকালে ঘুম থেকে উঠে আয়না দেখা যে শুভ নয়, তা জানালেও এর পাশাপাশি জ্যোতিষবিদরা আরও একটা কথা জানিয়েছেন , তাঁরা বলছেন যে আমাদের মনের বিশ্বাস আমাদের সবথেকে বেশি পজিটিভ এনার্জির যোগান দিয়ে থাকে । তাই যে কাজের উপর আপনার বিশ্বাস আছে, সেই কাজ আপনি নিজের মতো করে উন্নতির পথে এগিয়ে যেতে থাকে । 

আপ্জনার কের দিনটি কেমন কাটবে ?

আরও পড়ুন > ২২ অগাস্ট বৃহস্পতিবারঃ এই ৪ রাশির টাকার যোগ ! জানুন আজকের রাশিফল …

Related Posts

সাবধান! ঘুমের মধ্যে আসছে এই স্বপ্ন? এ কীসের ইঙ্গিত ? শুভ নাকি অশুভ ?
অশুভ শক্তির হাত থেকে মুক্তি পেতে চান ? জেনে নিন লক্ষণ ও প্রতিকার।
৩ রাশির জন্য সুখের দিন আসতে চলেছে ! আগামী ৮৭ দিন দারুণ সুখের ! কোন কোন রাশি জানুন …?
সাবধান ! বাড়িতে কাকের আগমন? শুভ নাকি অশুভর ইঙ্গিত ?
সাবধান ! এই ৬ কাজ ভুলেও করবেন না সন্ধ্যায় ! ঘর থেকে বিদায় নেবেন মা লক্ষ্মী
এবার ভাগ্য ফেরাতে এক গ্লাস দুধই যথেষ্ট! কীভাবে? জানুন …
এই সপ্তাহে মঙ্গলের আশীর্বাদ! ধনী হওয়ার যোগ এই ৫ রাশির মধ্য ?
এই কাজটি করলে চোখ ধাঁধানো উন্নতি ! সফলতা মিলবেই মিলবে ! জানুন গ্রহ দোষের উপায়…
৫ দিন ভুলেও এটি বানাবেন না? চরম ক্ষতির মুখে পরবেন আপনি
Maa Lakshmi Blessings: মহিলারা এই ৫ কাজ রোজ অবশ্যই করুন, লক্ষ্মী বাঁধা পড়বেন আপনার ঘরেই!