প্রাচীনকালে চুল পাকা বিষয়টিকে বার্ধক্যের লক্ষণ বলে মনে করা হতো, কিন্তু আজ এই বিষয়টি নিয়ে ভাবলে সমস্যায় পড়তে হয়। কারণ বর্তমান সময়ে অল্প বয়সে চুল পাকার সমস্যা প্রায় সকলেই রয়েছে। প্রকৃতপক্ষে, আজকের সময়ে, কিশোর থেকে শুরু করে শিশু এবং প্রাপ্তবয়স্ক সকলের চুল পেকে যাচ্ছে। যার অন্যতম কারণ রাসায়নিক পদার্থের মাত্রাতিরিক্ত ব্যবহার, জেনেটিক্স এবং আজকের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস।
তবে চুল কালো করার জন্য বেশি কিছু নয়, এই রেসিপিটি সপ্তাহে সপ্তাহে করলেই হবে মিশমিশে কালো আর চকচকে চুল । তবে রান্না ঘরের এই জিনিস থাকলেই সহজে আপনিও করতে পারবেন পদ্ধতি ।
আসুন জেনে নেওয়া যাক পদ্ধতি –
২ চামচ আমলকি গুঁড়ো এবং ১ চামচ হলুদ নিন। এবার এই দু’টি জিনিসই একটি লোহার কড়াইয়ে ভাজতে হবে। এই দুটি জিনিসের রং কালো না হওয়া পর্যন্ত ভাজতে হবে। কালো হয়ে গেলে এটিকে একটি পাত্রে নিয়ে ঠান্ডা করতে রাখুন।
এরপর আপনি যেটা করবেন পাউডারে অ্যালোভেরা জেল দিয়ে মিশিয়ে নিন এবং চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত ভালো করে লাগান।
৩০ মিনিট থেকে এক ঘণ্টা চুলে রেখে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। যদি অ্যালোভেরা জেল না থাকে সে ক্ষেত্রে সরষের তেল মিশিয়েও লাগাতে পারেন এবং এটি ধুয়ে ফেলতে একটি হালকা শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
সপ্তাহে দু’বার এই পদ্ধতি ব্যবহার করে চুল কালো, ঘন ও লম্বা করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে চুলও হয়ে উঠবে চকচকে ও নরম। এছাড়াও চুলের কোনও ক্ষতি না করে চুল থাকবে কালো।