চাকরি মিলছে না? ৩ সহজ উপায়ে মিলবে চাকরি

বর্তমান সময় দাঁড়িয়ে চাকরি পাওয়া মোটেও সহজ নয়। বহু ছাত্র আছে যারা চাকরি পাওয়ার যোগ্য তারপরে চাকরি মিলছে না , শুধু তাই নয় এমনও অনেকে আছেন, যাঁরা যথেষ্ট পড়াশোনা করেও হয়ে যাওয়া চাকরি পাচ্ছেন না । 

লেখাপড়া সঠিক ভাবে সম্পূর্ণ করার পরেও চাকরি না পাওয়া সত্যিই অত্যন্ত দুঃখজনক  বিষয় । জ্যোতিষ শাস্ত্র আনুসারে চাকরি পাওয়ার পথে বিভিন্ন বাধা-বিপত্তি দূর করতে কয়েকটি উপায় জানিয়েছেন। পড়াশোনা শেষ করার পরেও চাকরি না পেলে যে উপায় গুলি আপনি করবেন – 

1. ময়দার গুলি বানিয়েঃ

কিছুটা ময়দা নিন, তারপর দুধ দিয়ে এই ময়দা ভালো করে মাখুন। মনে হলে কিছুটা জল মেশাতে পারেন। তবে চেষ্টা করবেন  দুধ দিয়ে ময়দা মাখার। এবার ওই ময়দা দিয়ে ১০৮টা ছোট ছোট করে বল তৈরি করুন। এবার এইময়দার  বল কোনও নদী বা পুকুরের ধারে যান, যেখানে অনেক মাছ আছে। ময়দা বলের  এই গুলিগুলো একটা একটা করে জলে ফেলে দিন এবং মাছেরা যখন এই ময়দার বলগুলোকে  খাবে, তখন জয় সীতারাম মন্ত্র জপ করুন। টানা ২৭ দিন ধরে এই কাজ করতে হবে। হতে পারে আপনি ২৭ দিনের মধ্যেই চাকরির ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। 

আরও পড়ুন > ঋণের বোঝা বাড়ছে ? এই ৪ টি উপায়ে ঋণ থেকে পাবেন মুক্তি

2.হলুদ সামগ্রী দানঃ

অনেক চেষ্টা করার পরেও যদি আপনি চাকরি পেতে সমর্থ না হন, তবে এই উপায় আপনার জন্য কার্যকরী হতে পারে। চাকরি পাওয়ার পথে যদি আপনাকে বারবার বাধার মুখে পড়তে হয় তাহলে  প্রতি বৃহস্পতিবার ঘাসের উপর খালি পায়ে কিছুক্ষণ হাঁটুন। তার পর হলুদ সামগ্রী দরিদ্র মানুষদের দান করুন। টানা সাতটা বৃহস্পতিবার আপনাকে এই কাজ করতে হবে। এর কারণে চাকরির পথে বাধা কেটে গিয়ে আপনি চাকরি পেতে পারেন । 

আরও পড়ুন > সাবধান ! ভুলেও এই গাছ বাড়িতে লাগাবেন না ! নেমে আসবে ভীষণ বিপদ

3.শুক্রবার প্রয়গ করুন এই টোটকাঃ  

আপনার কাছে ডিগ্রি থাকা সত্ত্বেও যদি আপনি চাকরি না পান, তাহলে কোনও একটা শুক্রবারে তালা চাবির দোকান থেকে একটা স্টিলের তালা কিনে আনুন, তারপরে তালাটা ঠিকমতো খুলছে কিনা, তা পরীক্ষা না করে, অর্থাত্‍ তালা না খুলেই সেটি বাড়ি নিয়ে আসুন এবং শুক্রবার রাতে ওই তালা নিজের শোওয়ার ঘরে রেখে দিন। সকালে ঘুম থেকে ওঠার পর অন্যদিনের মতো সব কাজ করুন এবং স্নান সেরে কোনও মন্দিরে বা বাড়ির ঠাকুর ঘরে ওই তালাটি রেখে দিন তবে মনে রাখবেন তার পাশে চাবি যেন থাকে । অন্য কেউ চাবি দিয়ে ওই তালা খুললেই আপনার ভাগ্যের বন্ধ দরজাও খুলে যাবে এবং চাকরি সংক্রান্ত সমস্যা থাকলে সেটা দূর হয়ে যাবে। 

আরও পড়ুন > নিজের রাশি জানেন না ? এবার বিনামুল্যে জানুন আপনার রাশি 

Related Posts

অর্থকষ্টে ভুগছেন? এই ৬ কাজ করলেই মিলবে সমাধান, দেখুন পতিকার গুলি …
৩ সেপ্টেম্বর মঙ্গলবারঃ কৌশিকী অমাবস্যায় সিদ্ধ যোগ, অর্থ ও সম্মান লাভ ৫ রাশির! জানুন আজকের রাশিফল…
কুবের নিজেই আপনার বাড়িতে আসবে ! কি কি কৌশল প্রয়গ করলে ?? জানুন…
এবার মা দুর্গার আগমন দোলায় নাকি হাতিতে ? জানুন কী হবে পরিণাম
৭ সেপ্টেম্বর শনিবারঃ দূত আসবে টাকা ! করুন এই কাজ ! জানুন গ্রহ দোষের প্রতিকার
বাড়বে ধন-সম্পদ! বৃহস্পতিবার অবশ্যই করুন এই কাজ !
আর মাত্র 7 দিন পর ? এই একটি রাশিতেই সূর্য অর্থ বর্ষণ করতে চলেছে ? পুরো মাস জুড়ে ভীষণ লাভ হবে।
এবার শুক্রবারই আপনার ভাগ্য বদলাবে ! করুন এই কাজ !
২৭ অগাস্ট মঙ্গলবারঃ এই ৪ রাশির ভাগ্যে সোনার চমক! জানুন আজকের রাশিফল …
২৬ অগাস্ট সোমবারঃ কৃষ্ণের আশীর্বাদ এই ৫ রাশির মধ্য ! জানুন আজকের রাশিফল…