বছরের বিভিন্ন সময়ে গ্রহরে অবস্থান অনুসারে বিভিন্ন গ্রহ পিছিয়ে যায় আবার কোন গ্রহ এগিয়ে যায় । এই কারণেই জ্যোতিষ শাস্ত্র মতে, এর বড় প্রভাব পড়ে মানুষের জীবনে। ঠিক যেমন বৃহস্পতি আগামী ৯ অক্টোবর সকাল ১০টা বেজে ০১ মিনিট থেকে বৃষ রাশিতে পিছিয়ে যেতে চলেছে । এরপর আগামী বছরের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই বৃষ রাশিতে থাকবে বৃহষ্পতি। বৃহষ্পতি বক্রী হওয়ায় বেশ কয়েকটি রাশির উপর শুভ প্রভাব পড়বে।
সম্মান থেকে অর্থ লাভ করবে এই রাশি? আসুন জেনে নেওয়া যাক সেই রাশি সম্পর্কে –
1.মিথুন রাশিঃ
বৃহস্পতি বক্রী হওয়ায় মিথুন রাশির মানুষদের জীবনে শুভ প্রভাব পড়তে চলেছে। অনেকদিন ধরে আটকে থাকা টাকা এই সময়ে পেতে পারেন। শুধু তাই নয় চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান চাকরিতেও সাফল্য আসবে। এছাড়াও সুখ বাড়বে দাম্পত্যে।
2.কর্কট রাশিঃ
কর্কট রাশির জাতকদের ভাগ্যের তালা খুলতে পারে। এই রাশির জাতকরা অর্থ সঞ্চয় করতে শুরু করবেন। চাকরিতে বেতন বাড়ার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের আয়ের উৎস বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রচুর লাভও পাবেন আপনি।
আরও পড়ুন > বাধা-বিপত্তি হবে দূর ! এই ধাতু ধারণ করুন একবার
3.কন্যা রাশিঃ
বৃহস্পতি গ্রহ পিছিয়ে যাওয়ায় কন্যা রাশির জাতকরা ইচ্ছা পূরণ করবে। আর্থিক লাভ পাওয়ার যোগ রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সুযোগ আসবে। তবে এটা মনে রাখবেন তাড়াহুড়ায় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।
4.বৃশ্চিক রাশিঃ
বৃহস্পতির বিপরীতমুখী গতিতে থাকায় বৃশ্চিক রাশির জাতকেরাও উপাকারী পেতে চলেছে । যারা ব্যবসা করেন তাঁদের ব্যাবসা বাড়ানোর সুযোগও আসবে । মেধা বাড়ানোর সঙ্গে সঙ্গে জীবনে অনেক উন্নতির যোগ আসবে । অমীমাংসিত কাজ সম্পন্ন হবে।
5.ধনু রাশিঃ
এই সময়ে ধনু রাশির জাতকদের উন্নতির সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করছেন তাঁদের কাজ অফিসে সকলেই পছন্দ করবেন এবং যদি ব্যবসার সঙ্গে যুক্ত হতে থাকেন তাহলে অসাধারণ সুযোগ আসতে পারে আপনার । কর্মক্ষেত্রে উন্নতির প্রবল যোগ থাকবে । এই সময়টি আপনার ভাগ্যবান সময় হতে পারে।