আগামিকাল ৬ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার চাঁদ রাত ১১টা পর্যন্ত কন্যা রাশিতে বিরাজ করতে চলেছে । এরপরই তুলা রাশিতে প্রবেশ করবে। বৈদিক পঞ্জিকা অনুসারে আগামিকাল তিথি থাকবে ভাদ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া ।
কাল থাকবে রবি যোগ ও ব্রহ্ম যোগের প্রভাব। কাল পালিত হবে বরাহ জয়ন্তী, পুরাণ অনুসারে এই দিনেই বরাহ অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন শ্রীবিষ্ণু। এই সব যোগের প্রভাবে কালকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও হিন্দুধর্মে অনুসারে শুক্রবার হল মা লক্ষ্মীর প্রিয় দিন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে আগামিকাল ৫ টি রাশির জাতকরা জীবনে প্রচুর সুখ সাফল্য লাভ করবেন। আসুন আজ আমরা জেনে নিই –
1. মিথুন রাশিফল:
মিথুন রাশির জাতকদের জন্য আগামিকাল গুরু পুষ্য যোগে দারুণ শুভ দিন হবে । কাল আপনি সব কাজেই শুভ ফলাফল পাবেন। মিথুন রাশির জাতকরা আটকে থাকা টাকা কাল ফেরত পেতে পারেন । কাল কোনও আত্মীয়ের থেক ভালো খবর পেতে পারেন। এই সুখবর শোনার জন্য আপনি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন। এছাড়াও ব্যবসায়ীরাও কাল আর্থিক ভাবে লাভবান হতে চলেছেন ।
আরও পড়ুন > সংসারে সুখ ও সমৃদ্ধি নেই ? আগুনের এই ৪ উপায় করলেই বাড়বে ধন-সম্পদ ! মিলবে সুখ ও সমৃদ্ধি!
2. কন্যা রাশিফল:
কন্যা রাশির জাতকরা বরাহ জয়ন্তীতে কাল মানসিক শান্তি লাভ করবেন । কোনও সমস্যা আপনার সামন আসলেও উত্তেজিত না হয়ে ধৈর্য্য ধরে তার সমাধান আপনি করতে পারবেন। আগামীকাল কোনও নতুন সম্পত্তি কিনতে পারেন। যে সম্পত্তি অনেক দিন ধরে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিলেন, সেই কাজেও সফল হতে পারেন। এছাড়াও আপনার প্রেম জীবন ভালো কাটবে।
3.বৃশ্চিক রাশিফল:
বৃশ্চিক রাশির জাতকদের জীবনে কালকের দিনটি নানা দিক থেকে শুভ ফল নিয়ে আসবে । আগামীকাল আপনি সূর্যদেবের কৃপায় সব কাজেই উন্নতি করতে পারবেন। বহু দিনের আটকে থাকা কাজ কাল সম্পূর্ণ হতে পারে। কোনো কারণে বন্ধ হয়ে যাওয়া কোনও ব্যবসায়িক প্রকল্প কাল নতুন করে শুরু করতে পারেন । বাবা মাকে নিয়ে তীর্থযাত্রায় যেতে পারেন। এছাড়াও বৃশ্চিক রাশির জাতকেরা নিজের বিলাসিতার কোনও দ্রব্য কাল আপনি কিনতে পারেন।
4. কুম্ভ রাশিফল:
কুম্ভ রাশির জাতকদের জন্য কাল সব দিক থেকে সুখের দিন হতে চলেছে । কাল রবি যোগের প্রভাবে আপনার আয় বাড়বে। এর ফলে বেশ কিছু টাকা কাল সঞ্চয় করতে পারবেন । কোনও ব্যবসা অনেক দিন ধরে শুরু করার কথা ভেবেছে কিন্তু শুরু করেন নি সেই ক্ষেত্রে কাল আপনার জন্য উপযুক্ত দিন হতে পারে। ভাই বোনের সঙ্গে কাল সম্পর্ক ভালো হবে। এবং সব কাজেই তাদের নিজের পাশে পাবেন কুম্ভ রাশির জাতকরা।
5. মীন রাশিফল:
মীন রাশির জাতকদের উপর আগামিকাল সূর্যদেবতার কৃপা বজায় থাকবে । আগামীকাল আপনি নিজের কাজ কোনও নতুন পদ্ধতিতে সম্পূর্ণ করতে পারবেন। আপনার কাজের খ্যাতি কাল ছড়িয়ে পড়বে। পরিবারেও সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে। মীন রাশির জাতকরা আগামীকাল পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন । এছাড়াও বিদেশে বসবাসকারী কোনও আত্মীয়ের থেকে সুখবর পাবেন।