প্রত্যেক মানুষের জীবনে নিজের রাশিফলের পাশাপাশি রাশির প্রতিকার জানা বিশেষ আবশ্যক । কারণ রাশির প্রতিকারের মাধ্যমেই আপনি আপনার দুর্বল ভাগ্যকে সহজের পরিবর্তন করতে পারবেন । এছাড়াও সামনে থাকা বাঁধা-বিপত্তি থেকেও মুক্তি পেতে পারেন । তাই স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রত্যেক রাশিফলের প্রতিকার জানা আবশ্যক ।
তাই যে করণীয় কাজটি করলে আপনার জন্য শুভ হতে চলেছে তা জেনে নিন –
1.মেষ রাশি প্রতিকার:
পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ক্রিম অথবা সাদা রঙের বিছানার চাদর এবং পর্দা ব্যবহার করুন। এছাড়াও ভাগ্য ৯৭ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শেষ রুটি কালো কুকুরকে খাওয়ান। এই কাজটি আপনার জন্য শুভ ।
2.বৃষ রাশি প্রতিকার:
শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে “ওম বুং বুধায়ে নমঃ”-এই মন্ত্রটি দিনে দু’বেলা ১১ বার করে জপ করুন। এছাড়াও করতে পারেন ৮৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সরস্বতীর পুজো করুন। এটাই আপনার জন্য মঙ্গল ।
3.মিথুন রাশি প্রতিকার:
পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়ির উত্তর বা উত্তর-পশ্চিম দিকে ফুল মানি প্ল্যান্ট এবং অ্যাকোরিয়াম রাখুন। এছাড়াও করতে পারেন , ভাগ্য ৬৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। কৃষ্ণের পুজো করুন। এই কাজটি আপনার জন্য শুভ ।
4.কর্কট রাশি প্রতিকার:
আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অনন্তমূলের শিকড় লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রেখে দিন। এছাড়াও আজ ৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন। এই কাজটি আপনার জন্য শুভ ।
5.সিংহ রাশি প্রতিকার:
আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিম বা বট গাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভিজা মাটির তিলক কপালে পরুন। এছাড়াও করতে পারেন ৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। পার্বতীর পুজো করুন। এটাই আপনার জন্য মঙ্গল ।
6.কন্যা রাশি প্রতিকার:
শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সারারাত জলে বার্লি ভিজিয়ে রেখে সকালে তা পশুপাখিদের মধ্যে বিতরণ করুন। এছাড়াও করতে পারেন ভাগ্য ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ১০৮ বার বিষ্ণু নাম জপ করুন। এই কাজটি আপনার জন্য শুভ ।
7.তুলা রাশি প্রতিকার:
প্রেমের জীবন সুখকর করে তুলতে “ওম আইম, হ্রীম, শ্রীম, সানাইশ্চরায় নমঃ”-এই মন্ত্রটি দিনে দু’বেলা ১১ বার জপ করুন। এছাড়াও করতে পারেন ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ব্রাহ্মণদের দান করুন। এটাই আপনার জন্য মঙ্গল ।
8.বৃশ্চিক রাশি প্রতিকার:
প্রেমের জীবন সুখকর করে তুলতে একটি ধর্মীয় স্থানে একটি নারকেল এবং সাতটি কাঠবাদাম অর্পণ করুন। এছাড়াও করতে পারেন আজ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। দরিদ্রদের খাবার খাওয়ান। এই কাজটি আপনার জন্য শুভ ।
9.ধনু রাশি প্রতিকার:
শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ব্রোঞ্জের বালা পরুন। এছাড়াও করতে পারেন ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। চন্দনের তিলক লাগান। এটাই আপনার জন্য মঙ্গল ।
10.মকর রাশি প্রতিকার:
আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মা দুর্গার (সিংহবাহিনী) ছবি বা মূর্তির পুজো করুন। এছাড়াও করতে পারেন ভাগ্য আজ ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সাদা রেশমি বস্ত্র দান করুন। এই কাজটি আপনার জন্য শুভ ।
11.কুম্ভ রাশি প্রতিকার:
শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কাঁচা হলুদ, কেশর, হলুদ চন্দন, হলুদ শস্য এইসব দ্রব্য বেশি করে ব্যবহার করুন। এছাড়াও করতে পারেন ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শনির দর্শন ও তেল নিবেদন করুন। এটাই আপনার জন্য মঙ্গল ।
12.মীন রাশি প্রতিকার:
প্রেমের জীবন সুখকর করে তুলতে স্রোতযুক্ত জলে তামার কয়েন ফেলুন। এছাড়াও করতে পারেন আজ ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন। এই কাজটি আপনার জন্য শুভ ।