রোজ রাতে বালিশের নীচে ১টা এলাচ, ব্যস কেল্লাপথে
আমরা সকলেই প্রায় মানিব্যাগ ব্যবহার করে থাকি , মূলত টাকা-পয়সা, কার্ড রাখার জন্য ।
জ্যোতিষ মতে, মানিব্যাগে বিশেষ কিছু জিনিস রাখলে জীবন বদলে যেতে পারে।
সেরকমই একটি জিনিস হল এলাচ। রান্নাঘরের এই জিনিস আমাদের নানা কাজে লাগে।
তবে জ্যোতিষ মতে, এলাচ খুবই শুভ। মানিব্যাগে এলাচ রাখলে যে কারও ভাগ্য বদলে যায়।
জ্যোতিষ শাস্ত্র মতে, পার্স বা মানিব্যাগে ৩টি এলাচ রাখলে অর্থকষ্ট দূর হয়।
মানিব্যাগে নিয়ম করে ৩টে এলাচ রাখলে অকারণে টাকা খরচ হয় না। অর্থাৎ হাতে সবসময় টাকা থাকবে। অর্থলাভ হবে।
এছাড়াও এলাচ দিয়ে আরও টোটকা রয়েছে। এক টুকরো এলাচ সবুজ কাপড়ে মুড়ে নিন। এবং
তারপরে এলাচ মোড়া কাপড়টি রাতে ঘুমোনোর সময় বালিশের নীচে রাখুন।
সকালে ওই এলাচ কাউকে খাইয়ে দিলে সব কাজে সাফল্য পাবেন আপনি ।
এই ৫ টি কথা স্ত্রী-রা কখনও জানতে দেন না ! লুকিয়ে রাখেন স্বামীর কাছে
এই ৫ পাখির দেখা পাওয়া অত্যন্ত শুভ! কারণ স্বয়ং মা লক্ষ্মী আপনার দ্বারে এসেছেন