তুলসী গাছের গোড়ায় রাখুন এই ছোট্ট জিনিসগুলি, দ্রুত পাবেন চমৎকার ফল

জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই দিনে তুলসী গাছের জন্য কিছু বিশেষ প্রতিকার করলে ঘরে আসবে আশীর্বাদ এবং সংসারের শান্তি ও সমৃদ্ধি বাড়বে।

জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র অনুযায়ী , তুলসী গাছের কাছে মানি প্লান্ট রাখলেও ধন-সম্পদ বৃদ্ধি পায়।

তুলসী গাছে লাল চেলি রাখাও শুভ বলে মনে করা হয়। এতে জীবনের সকল প্রকার দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করেন জ্যোতিষ বিশেষজ্ঞেরা৷

এছাড়া, প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছে কাছে প্রদীপ জ্বালানো অবশ্যই উচিত।

শুধু তাই নয়, তুলসী গাছের কাছে শমি গাছ রাখাও খুব উপকারী। তুলসী গাছের কাছে শমি গাছ রাখলে শনির অশুভ প্রভাব কমে।

জীবনে চিরস্থায়ী সুখ পেতে হলে তুলসী গাছের কাছে একটি পিতলের পাত্র রাখাও অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়।

শালিগ্রাম শিলাকে তুলসী গাছের কাছে রাখা খুবই শুভ বলে মনে করা হয়। এতে

দূর হয় দারিদ্র। সংসারের ধারেকাছে ঘেঁষে না অভাব৷ সুখ শান্তিও বজায় থাকো.