দুধ উথলে যাচ্ছে? আজই সাবধান হন

কিন্তু বার বার এমনটা হতে থাকলে তা বাস্তুদোষের ইঙ্গিত বলে মনে করেন,

তবে দুধ জ্বাল দিতে গিয়ে বারবার তা উথলে ছড়িয়ে পড়লে সেটা পারিবারিক সমস্যার ইঙ্গিত হতে পারে

বাস্তু শাস্ত্রে দুধ সংক্রান্ত বিভিন্ন শুভ এবং অশুভ ইঙ্গিত বর্ণিত রয়েছে

বাস্তু শাস্ত্রে দুধকে চন্দ্রের কারক বলে মনে করা হয়। তাই বারবার দুধ উথলে পড়া কিন্তু অশুভ ইঙ্গিত হতে পারে

গ্যাসের উপর জ্বাল দিতে থাকা দুধ পড়ে গেলে চন্দ্র দোষ হতে পারে

বারবার দুধ উথলে পড়লে বাড়িতে বসবাসকারী মানুষের মানসিক চাপ বৃদ্ধি পায়। আর্থিক সঙ্কটের মধ্যে দিয়েও যেতে হয়

ঘরোয়া বিবাদের ক্ষেত্রে দুধ উথলে পড়লে বিষয়টাকে অশুভ বলে গণ্য করা হয়, ঘরের শান্তিও বিনাশ করে

প্রতিদিন জ্বাল দেওয়ার সময় দুধ উথলে গেলে তার অর্থ হল, বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে