রাতে খারাপ স্বপ্নে ঘুম ভাঙছে ? জপ করুন এই মন্ত্র ! দূর হবে দুঃস্বপ্ন
ঘুমের মধ্যে স্বপ্ন দেখা একটি সাধারণ ঘটনা।
কিন্তু কিছু স্বপ্ন এমন হয় যা, ঘুমের মধ্যেই ব্যক্তিকে কাঁপিয়ে রেখে দেয়।
খারাপ স্বপ্ন ব্যক্তির মনের ওপর চাপ ফেলে, ঘুমে ব্যাঘাত ঘটায়।
এ ধরনের স্বপ্ন থেকে মুক্তি পেতে কী করবেন জেনে নেওয়া যাক …
রাতে ভয়ানক কোনও স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলে এবং
তারপর ঘুমোতে না-পারলে শিবের পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন।
১১ বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে অশুভ স্বপ্ন আসা কমে যাবে।
এ ছাড়াও এই মন্ত্রটিও জপ করতে পারেন--
ওম নমঃ দুর্গা গণপতিং কার্তিকেয়ং দিনেশ্বরম্।
ধর্ম গঙ্গা চ তুলসীং রাধাং লক্ষ্মীং সরস্বতীম।।
নামান্যেতানি ভদ্রাণি জলে স্নাত্বা চ য়ো জপেত।
বাঞ্ছিতং চলভেত সোপি দুঃস্বপ্ন শুভবান ভবেত।।
চন্দনের কার্যকারী টোটকা ! চাকরি কিংবা ব্যবসা উভয় উন্নতি !
বিস্তারিত পড়ুন