মঙ্গলসূত্র কালো কেন হয়? অনেক মহিলার অজানা
ভারতীয় মহিলাদের বিয়ের সাজে একদম আলাদা নজর কাড়ে মঙ্গলসূত্র।
মঙ্গলসূত্রকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।
এটা শুধুমাত্র গয়না নয়। মঙ্গল এবং কল্যাণের প্রতীক ।
বিয়ের পর অনেক মহিলাই গলায় মঙ্গলসূত্র পরেন।
তবে মঙ্গলসূত্র কালো হয়।
তবে কালো রংকে অনেকেই অপবিত্র বলে মনে করেন।
তবে মঙ্গলসূত্র কালো হলেও এটি পবিত্র।
কালো পুঁতিই হল মঙ্গলসূত্রের মূল আধার। যা অত্যন্ত শুভ।
ভারতীয় মহিলাদের বিয়ের সাজে একদম আলাদা নজর কাড়ে মঙ্গলসূত্র।
গীতার ৬ অমূল্য শিক্ষা , যা বদলে দেবে আপনার জীবন
জানেন কি ? পুরুষদের তুলনায় মহিলারা ৮ গুন বেশী এগিয়ে ! কি বলেছেন আচার্য চাণক্য , জানুন …