আপনার ভালো সময় কিছুতেই আসছে না, জানেন কেন ?

একের পর এক সমস্যা । একটা সমস্যা মেটাচ্ছেন, তা করতে করতেই আর একটা সমস্যা যেন হাজির হচ্ছে।

ভাবছেন এবারে বুঝি সমস্যা কেটে যাবে, তা আর হচ্ছে না। বারবার কাজে বাধা পড়ছে। পরিকল্পনা মাফিক কিছুই হচ্ছে না। জানেন কেন ?

খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করতে পারবেন আপনিও। তবে সেজন্য বেশ কয়েকটা সহজ নিয়ম আপনাকে মানতে হবে।

সব প্রশ্নের উত্তর কখনও খুঁজতে যাবেন না। কারণ সেই প্রশ্নের উত্তর পেলে আপনি বিব্রত হতে পারেন। আবার আপনি উত্তেজিতও হয়ে যেতে পারেন

কখনও পিছন ফিরে তাকাবেন না। যা যাওয়ার তা যাবে। আপনি চাইলেও আটকে রাখতে পারবেন না।

যখন দেখবেন কিছু ঠিকভাবে চলছে না তখন তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। ভেবেচিন্তে এগোবেন।

খারাপ সময়ে নিজেকে বলতে শিখুন, এই সময়টাও চলে যাবে। সেজন্য একটু সবুর করতে হবে। অহেতুক নিজেকে কষ্ট দেবেন না।

খারাপ সময়ে নিজে সংযত থাকুন ও শান্ত থাকুন। এমন কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে পরে পস্তাতে হয় আপনাকে।

কখনও কাউকে দোষারোপ করবেন না। কাউকে দোষারোপ করলে আপনার খারাপ সময় কেটে যাবে না।