Bishnu Mantra: বৃহস্পতিবার ভোরে বিষ্ণুকে খুশি করুন এই মন্ত্রে, নারায়ণের কৃপায় হাতের মুঠোয় সাফল্য!

Brihaspati Mantra: বৃহস্পতিবার বিষ্ণু ও বৃহস্পতির পুজো করা হয়। বিষ্ণুর আশীর্বাদ পেতে ও বৃহস্পতির গ্রহদোষ কাটাতে বৃহস্পতিবার কিছু মন্ত্র জপ করতে পারেন। কোন কোন মন্ত্র জপ করবেন জেনে নিন।

Thursday Upay: সনাতন ধর্মে প্রতিটি দিনের পৃথক অধিপতি দেবতা ও অধিপতি গ্রহ রয়েছে। যেমন বৃহস্পতিবারের অধিপতি দেবতা হলে বিষ্ণু এবং অধিপতি গ্রহ বৃহস্পতি। এই দিনে বিষ্ণুর পুজো করলে সমস্ত কাজে সাফল্য লাভ করা যায়। আবার বৃহস্পতি গ্রহের দোষ কাটানোর জন্যও এই তিথিতে কিছু উপায় করতে পারেন। বৃহস্পতিবার কলা গাছের পুজো করা হয়। আবার বিষ্ণুকে গুড়, ছোলা ও হলুদের ভোগ নিবেদন করা হয়। আবার এই দিন পুজো করলে বৃহস্পতি ব্রতকথা শোনা হয়। শাস্ত্র মতে বৃহস্পতিবার কিছু মন্ত্র জপ করলে একদিকে যেমন নারায়ণ প্রসন্ন হবেন, অন্য দিকে তেমনই বৃহস্পতির অশুভ প্রভাবও কমিয়ে আনা যেতে পারে। বৃহস্পতিবার কোন কোন মন্ত্র জপ করবেন জেনে নিন।

১. বিষ্ণু রূপ পুজো মন্ত্র

বিষ্ণুর এই রূপ মন্ত্রে তাঁর স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। নারায়ণের স্মৃতির সর্বোত্তম মন্ত্র এটি। বৃহস্পতিবার এই মন্ত্র জপ করলে নারায়ণ প্রসন্ন হন। মন্ত্রটি হল-

শান্তাকারং ভূজঙ্গশয়নম পদ্মনাভং সুরেশম।
বিশ্বাধারং গগনসদৃশ্যং মেঘবর্ণম শুভাঙ্গম।
লক্ষ্মীকান্তং কমল নয়নম যোগিভির্ধ্যান নগম্যম।
বন্দে বিষ্ণুম ভবভয়হরং সর্ব লোকেকনাথম।
ওম নমো নারায়ণায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।

Ganesh Mantra: গণেশের এই ৫ প্রভাবশালী মন্ত্রে কেটে যাবে দুর্যোগ, বুধবার জপ করলেই কাজ হাসিল!
২. বিষ্ণু গায়ত্রী মন্ত্র

শাস্ত্র মতে বিষ্ণু গায়ত্রী মন্ত্র জপ করলে মানসিক শান্তি লাভ করা যায়। এর ফলে ভক্তদের জীবনের সমস্ত কষ্ট দূর হয়। সকালবেলা এই জপ করলে বিশেষ লাভ অর্জন করতে পারেন। মন্ত্রটি হল–

ওম নারায়ণায় বিদ্মহে। বাসুদেবায় ধীমহি। তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ।।

৩. বিষ্ণু কৃষ্ণ অবতার মন্ত্র

এই মন্ত্র জপ করলে দেবকীনন্দন কৃষ্ণ আপনার সমস্ত মনস্কামনা পূরণ করতে পারবেন।

শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে। হে নাথ নারায়ণ বাসুদেবায়।।

Hanuman Mantra: মঙ্গলবার সকালে জপ করুন বজরংবলীর এই মন্ত্র, দূর হবে সব বাধা-বিপত্তি


৪. বিষ্ণুর বীজ মন্ত্র

বিষ্ণুর একাধিক বীজমন্ত্র রয়েছে। এর মধ্যে যে কোনও একটি বৃহস্পতিবার ১০৮ বার জপ করলে বিশেষ ফল লাভ করতে পারবেন। প্রথম মন্ত্রটি বৃহস্পতি দেবের মূল মন্ত্র। এই মন্ত্রটি ১০৮ বার জপ করলে কোষ্ঠীতে উপস্থিত গুরুদোষ সমাপ্ত হয়।

ওম বৃং বৃহস্পতয়ে নমঃ।
ওম ক্লীং বৃহস্পতয়ে নমঃ।
ওম গ্রাং গ্রীং গ্রৌং সঃ গুরবে নমঃ।
ওম এং শ্রীং বৃহস্পতয়ে নমঃ।
ওম গুং গুরবে নমঃ।

বৃহস্পতিকে তুষ্ট করার মন্ত্র

১. বৃহস্পতির বৈদিক মন্ত্র

ওম বৃহস্পতে অতি যদর্যো অর্হাদ্ দ্যুমদ্ধিভাতি ক্রতুমজ্জনেষু
যদ্দীদয়চ্ছবস ঋতপ্রজাত তদস্মাসু দ্রবিণং ধেহি চিত্রম।।

Astro Tips: সোমবারের পুজোয় অবশ্যই জপ করুন শিবের এই মন্ত্র, কেটে যাবে বাধা-বিপত্তি


২. বৃহস্পতি শান্তি মন্ত্র

দেবানাম চ ঋষিণাম চ গুরুং কাঞ্চন সন্নিভম।
বুদ্ধিভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিয।

ওম বৃং বৃহস্পতয়ে নমঃ।।

ওম গ্রাং গ্রীং গ্রৌং সঃ গুরুবে নমঃ।।

ওম হৃীং নমঃ।।

ওম হ্রাং আং ক্ষংয়ৌং সঃ।।

৩. বৃহস্পতির ধ্যান মন্ত্র

রত্নাষ্টাপদ বস্ত্র রাশিমমলং দক্ষাত্কিরনতং করাদাসীনং,
বিপণৌকরং নিদধতং রত্নদিরাশৌ পরম্।
পীতালেপন পুষ্প বস্ত্র মখিলালংকারং সম্ভূষিতম্,
বিদ্যাসাগর পারগং সুরগুরুং বন্দে সুবর্ণপ্রথম্।।

Related Posts

পড়াশুনার টেবিলে রাখুন এই জিনিস ! পাবেন ফলাফল
আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ! কিংবা পারিবারিক জীবনে সুখ এবং শান্তি লক্ষ্যে ! এই কাজটি অবশ্যই করুন সফলতা মিলবেই মিলবে । জানুন আজকের গ্রহদোষ...
এই ৫ টি কথা স্ত্রী-রা কখনও জানতে দেন না ! লুকিয়ে রাখেন স্বামীর কাছে
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবারঃ বিষ্ণুর আশীর্বাদে ভাগ্যের দরজা খুলবে এই রাশির ! জানুন আজকের রাশিফল
সাবধান ! ভুলেও দান করবেন না এই ১০ জিনিস, বাড়বে অর্থ সংকট !
৩০ অগাস্ট শুক্রবারঃ এই ৩ রাশির বাড়বে প্রচুর টাকা ! জানুন আজকের রাশিফল …
২৩ সেপ্টেম্বর সোমবারঃ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য, করুন এই কাজ ! জানুন গ্রহ দোষের প্রতিকার
২৪ অগাস্ট শনিবারঃএই কাজটি করলে ভাগ্যে লক্ষ্মীলাভ নিশ্চিত ! জানুন গ্রহ দোষের প্রতিকার …
আজ লটারিতে বাজিমাত এই রাশির ! এছাড়াও দুই গ্রহের কৃপায় বিরাট উন্নতি ! কোন কোন রাশি ? জানুন আজকের রাশিফল…
সাবধান বাণী ! এই ৪ কথা স্ত্রীকে ভুলেও বলবেন না