জীবনে সম্পদ লাভ করতে আমরা সবাই চাই। তবে হিন্দু ধর্ম অনুসারে মা লক্ষ্মীর আশীর্বাদ না পেলে অর্থলাভ করা সম্ভব নয়। জেনে নিন রোজ কোন কোন কাজ করলে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে।
অনেক সময় জেনে অথবা না জেনে আমরা এমন কিছু কাজ করে ফেলি, যার কারণে আমাদের আর্থিক সংকটের মুখে পড়তে হয়। আর্থিক সমস্যা থেকে উদ্ধার পেতে আমাদের তখন ঋণ নিতে হয় এবং এর ফলে ধীরে ধীরে ঋণের জালে জড়িয়ে পড়তে হয়। মা লক্ষ্মীর আশীর্বাদ যে সংসারের উপর থাকে, সেই সংসারে কখনও অভাব আসে না। শাস্ত্র বলছে গৃহলক্ষ্মীরা যদি রোজ কয়েকটি কাজ করেন, তাহলে লক্ষ্মী দেবীর আশীর্বাদ তাঁদের সংসারে সব সময় বর্ষিত হয়। জেনে নিন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে মহিলাদের কোন কোন কাজ করা জরুরি।
বাড়ির প্রবেশদ্বার পরিস্কার
Table of Contents
রোজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির প্রবেশদ্বার পরিস্কার রাখা জরুরি। বাড়ির মূল দরজার বাইরে একটু জল ছিটিয়ে দিন। এর ফলে মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবেন। তাই বাড়ির চৌকাঠে রোজ জল ছিটিয়ে পরিস্কার করুন। তার সঙ্গে দরজায় হলুদ দিয়ে স্বস্তিকা আঁকলেও শুভ ফল পাবেন।
স্নান করে রান্নাঘরে যান
হিন্দু শাস্ত্র বলছে যে স্নান না করে রান্নাঘরে যাওয়া একদমই উচিত নয়। তাই সকালে স্নান সেরে তারপর রান্নাঘরে প্রবেশ করুন। এরপর রুটি বানিয়ে প্রথম রুটিটা কোনও গরু এবং শেষ রুটিটা কোনও কুকুরকে খাইয়ে দিন।
ঘর-বাড়ি পরিস্কার
সকালে ঘুম থেকে উঠে সারা বাড়ি ভালো করে পরিস্কার করা জরুরি। তার সঙ্গে রান্নাঘরও ভালো করে পরিস্কার করুন। যে বাড়িতে এই কাজ প্রতিদিন করা হয়, সেই বাড়িতে মা লক্ষ্মী বাস করেন। ঘর-বাড়ি পরিস্কার করে ও স্নান সেরে তবেই রান্নার কাজে হাত দেবেন।
কনকধারা স্তোত্র পাঠ
হিন্দুধর্মে কনকধারা স্তোত্র ও লক্ষ্মী সূত্র পাঠ করার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি শুক্রবার বাড়ির মহিলারা কনকধারা স্তোত্র ও লক্ষ্মী সূত্র পাঠ করুন। এই কাজ করলে সংসারে সুখ ও সমৃদ্ধির অভাব হবে না। বাড়িতে লক্ষ্মীযন্ত্র প্রতিষ্ঠা করে নিয়মিত পুজো করলেও লাভবান হবেন।